অনলাইন ডেস্ক : অসমে ৭৯টি উপ-জেলা গঠনে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। নাগরিক-কেন্দ্রিক প্রশাসনিক সুবিধা, তৃণমূল স্তরে সর্বাধিক সমন্বয়, উৎপদনশীলতা, দক্ষতা অর্জনের জন্য অসমের রাজ্যপাল এই উপ-জেলাগুলি গঠন করতে অনুমতি দিয়েছেন।
রাজ্যের মহকুমাগুলিকে তাদের নিজ নিজ প্রশাসনিক জেলার অন্তর্গত উপ-জেলা হিসেবেও অবিলম্বে কার্যকর করা হবে। মহকুমা/উপ-জেলার ভৌগোলিক সীমা বিধানসভা নির্বাচনী এলাকার সীমানার সঙ্গে কো-টার্মিনাস হবে। প্রস্তাবিত মহকুমা/উপ-জেলার সদর দফতর উপ-জেলার কেন্দ্রীয় অবস্থানে বা জেলা কমিশনার কর্তৃক সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য কোনও উপযুক্ত স্থানে থাকবে। তবে বিটিআর-এর অধীন জেলা এবং ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত জেলাগুলি ছাড়া বিদ্যমান সিভিল সাব-ডিভিশনগুলি অবিলম্বে কার্যকর হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছরের আগস্টের শুরুতে, অসম মন্ত্রিসভা প্রশাসনিক দক্ষতা উন্নতির জন্য নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া শেষ হওয়ার পর চারটি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল।