অনলাইন ডেস্ক : ৩ রাঁধুনিকে দলবদ্ধ আক্রমণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ পড়ুয়াকে বহিষ্কার করল শিলচর এনআইটি কর্তৃপক্ষ। সঙ্গে আরও ১২ পড়ুয়াকে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কার্যকর হয়েছে এই নির্দেশ।
বহিষ্কৃত পড়ুয়ারা হল সৌরভ কুমার মীনা, হিমাংশু, রোহিতকুমার মীনা ও জুবায়ের মাহমুদ প্রতীম। এদের ১ বছরের জন্য এনআইটি থেকে বহিষ্কার করা হয়েছে। জরিমানা করা হয়েছে রাঘবেন্দ্র সিং, সুপ্রতীক সাহা, রাজনকুমার রাজ, মিরাজুল ইসলাম সায়িম, জ্যোতিষ্ক ভট্টাচার্য, জ্যোতির্ময় কলিতা, পাপ্পু মণ্ডল, অভিজিৎ দোলে, কঙ্কণজ্যোতি কলিতা, রোহিত নন্দী, অভিনব গোস্বামী এবং সৌরভজ্যোতি শইকিয়াকে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই শিলচর এনআইটির ৯ নং হোস্টেলে কর্মরত ৩ রাঁধুনি যথাক্রমে বিকি রি, মনা দাস ও রাজকুমার দুষাদের উপর দলবদ্ধ আক্রমণ চালায় পড়ুয়াদের একাংশ। আঘাত গুরুতর হওয়ায় আক্রমণের শিকার ১ রাঁধুনিকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক মাধ্যমে মারপিটের ভিডিও ভাইরাল হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।