অনলাইন ডেস্ক : মেয়ের বাড়িতে এসে রহস্যজনকভাবে মৃত্যু হল ৬০ বছরের এক ব্যক্তির। এর পরিপ্রেক্ষিতে খুনের অভিযোগ আনলেন পরিবারের লোকরা। ঘটনাটি ঘটেছে সোনাইয়ের কাজিডহরে। মৃত ব্যক্তি এনাম উদ্দিন লস্কর। জানা যায়, এনাম উদ্দিন লস্কর, কাজিডহর দ্বিতীয় খণ্ডে মেয়ে জমরা বেগম লস্করের বাড়িতে পাঁচ দিন আগে আসেন। মেয়ের জামাই সাইদুল আলম লস্করের সঙ্গে পাশের বাড়ির পাখি মিয়া নামে এক ব্যক্তির সীমানা নিয়ে বিবাদ চলছিল। তাদের অভিযোগ পাখি মিয়ার হুমকিতে ঘর ছেড়ে অন্যত্র থাকতেন সাইদুল। সেই হিসেবে মেয়ে একা থাকায় বাবা এনাম উদ্দিন এসেছেন মেয়ের বাড়িতে। সাইদুল আলম জানান, মঙ্গলবার সকালে স্ত্রী ফোন করে ঘটনাটি জানিয়েছেন। সকালে শ্বশুর গরুর দুধ নেওয়ার সময় পেছন দিক থেকে এসে অভিযুক্ত পাখি মিয়া কাঠ দিয়ে আঘাত করে। এতে শ্বশুর এনাম উদ্দিনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খবর দেওয়া হয় সোনাই পুলিশে। সোনাই পুলিশ ও ম্যাজিস্টেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।