অনলাইন ডেস্ক : সংসদে এসেই ধমাল শুরু করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অহংকারী রাবণ বলার মাধ্যমে কটাক্ষ করেন রাহুল। সেইসঙ্গে আক্রমণের সুরে এটাও বলেন যে, সংঘর্ষ বিধ্বস্ত মনিপুরকে ভারতের অংশ মনে করেন না মোদি ।
লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি উপর্যুপরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বুধবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, ” মণিপুরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অশান্ত মণিপুরে তিনি একবারের জন্যও যাননি। অথচ তিনি দেশের অন্যত্র গিয়েছেন। সফর করেছেন। কেন মণিপুরে যাননি ? কেন তাঁর মণিপুর যাওয়ার সময় হয়নি? তার কারণ উনি মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না।’’ তাঁর সাংসদ পদ ফেরানোর জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। এরপর অনাস্থা বিতর্কে বক্তব্য শুরু করেন তিনি। উর্দু কবি রুমির কথা উদ্ধৃত করে রাহুল গান্ধী বলেন, ‘‘রুমি বলেছিলেন, মন থেকে বলা কথাই মনে পৌঁছয়। আমিও আজ মাথা দিয়ে কথা বলব না, যা বলব মন থেকে বলব।’’ তবে একই সঙ্গে শাসক দলের উদ্দেশে বললেন, ‘‘চিন্তা নেই, আজ আদানি নিয়ে কথা বলব না। আজ আমি একটু অন্য বিষয়ে কথা বলব।’’ এরপর রাহুল যোগ করেছেন, ‘‘ভারত জোড়ো যাত্রা খুব বেশি ভেবে চিন্তে শুরু করিনি। ভেবেছিলাম যে দেশের জন্য আমি সব করতে পারি, ভেবেছিলাম আমি রোজ শারীরিক কসরত করি, যোগব্যায়াম করি। হাঁটা আর এমন কী ব্যাপার! কিন্তু সেই অহঙ্কার দু’দিনে ভেঙে গেল। রোজ সকালে ঘুম থেকে উঠতাম হাঁটুর ব্যথা নিয়ে। ভাবতাম আজ হাঁটতে পারব তো! ’’রাহুল বলেছেন, “তারা ভারতকে মণিপুরে হত্যা করেছে। শুধু মণিপুর নয় তারা ভারতকে হত্যা করেছে। তাদের রাজনীতি মণিপুরকে হত্যা করেনি, মণিপুরে ভারতকে হত্যা করেছে। তারা মণিপুরে ভারতকে হত্যা করেছে।” অন্যান্য কথার পাশাপাশি পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে তিনি তাঁর সঙ্গে তুলনা করলেন ‘অহংকারী রাবণে’র। রাহুল বলেন, ”লঙ্কায় আগুন হনুমান লাগায়নি। রাবণের অহংকারই সেই আগুন লাগিয়েছিল।” তিনি তোপ দেগে বলেন, ”গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন মোদি।” এদিন বক্তব্যের শুরুতে রাহুল বলেন, ”আজ আমি আদানিজিকে নিয়ে কিছু বলব না।” একথা বলার সঙ্গে সঙ্গে বিজেপি সাংসদরা হইচই শুরু করে দেন। স্পিকার সকলকে শান্ত হতে অনুরোধ করেন। পরে ক্রমে আক্রমণের সুর চড়ান তিনি।