অনলাইন ডেস্ক : দশ দিনের বিশেষ সামার টি টি ক্যাম্প শেষ হল উধারবন্দ টেবিল টেনিস ক্লাবে। রবিবার সন্ধ্যায় ক্লাবের ইন্ডোরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারী খুদে প্যাডলারদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ক্লাব সভাপতি সোমনাথ দেবের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে জানানো হয়, গত ২০ জুলাই থেকে দশ দিনের এক বিশেষ ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে অংশ নেয় উধারবন্দের বিভিন্ন স্কুলের পঞ্চাশের বেশি পড়ুয়া। দশ দিনের এই ক্যাম্পের দায়িত্বে ছিলেন ক্লাবের অ্যাকাডেমির কোচ পার্থপ্রতিম দেম। তাঁকে সহকারি হিসেবে সহযোগিতা করেছেন শঙ্কর দে, শুভরাজ দেব, স্নেহা শর্মা ও সুশীল শর্মা।
প্রতিবছরই গরমের বন্ধে এ ধরনের সামার ক্যাম্প আয়োজন করে থাকে। আর এই ক্যাম্প ইতিমধ্যেই জেলার টেবিল টেনিসে সাপ্লাই লাইন হিসেবে পরিচিতি পেয়েছে। প্রচুর প্যাডলার এ ধরনের সামার ক্যাম্পে অংশ নিয়ে এখন জেলা বা রাজ্য স্তরে দাপিয়ে বেড়াচ্ছে। ক্যাম্পে অংশ নেওয়া প্যাডলাররা যাতে ক্লাবের অ্যাকাডেমিতে নিয়মিত খেলোয়াড় হিসেবে অংশ নেয় তার জন্য এদিনের সভায় উপস্থিত অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। ক্যাম্পে অংশ নেওয়া প্যাডলারদের হাতে সার্টিফিকেট তুলে দেন ক্লাবের উপদেষ্টা ডাঃ দীপঙ্কর দেব, সোমনাথ দেব, সহ সভাপতি কৌশিক নাথ, প্রাক্তন সহ সভাপতি বিষ্ণুপদ পাল, সচিব কল্লোল দাস, সহ সচিব সায়ন রায় প্রমুখ।