অনলাইন ডেস্ক : ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এবার বন্দে ভারত এক্সপ্রেসের কামরায় লাগল ভয়াবহ আগুন। তবে বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনা সোমবার সকালের। চলন্ত অবস্থায় ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা ট্রেনের কামরা। কোনওমতে ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়। শেষ পর্যন্ত যাত্রীদের সকলকেই উদ্ধার করা গিয়েছে বলে খবর।
দাউ দাউ করে আগুন জ্বলার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাত্রীদের নামিয়েই আগুন নেভানোর কাজ শুরু হয়। সোমবার সকালে ভোপাল থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। মধ্যপ্রদেশের বিদিশা এলাকার রানি কমলাপতি স্টেশন ছেড়ে খানিকটা এগোনর পরেই আগুন ধরে যায় সি-১৪ কোচে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
কারণ বন্দে ভারত এক্সপ্রেসের দরজাগুলি সাধারণভাবে খুলতে পারেন না যাত্রীরা। অটোম্যাটিক সংকেত পেলে তবেই দরজা খুলে ট্রেন থেকে বেরনো যায়। আগুন লাগার পাশাপাশি কামরায় আটকে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে সঠিক সময়ে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। তারপরেই কুরওয়াই কেঠোরা স্টেশনে থামিয়ে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রী, ট্রেনের চালক-সহ প্রত্যেককেই নিরাপদে নামিয়ে আনা হয় ট্রেন থেকে। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।
কীভাবে ট্রেনে আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি। এই দুর্ঘটনার পরেই ভারতের রেল ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। দেশের সেরা ট্রেনে কী করে এমন বিপর্যয় ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে রেলমন্ত্রীকে নিশানা করেছেন অনেকেই। প্রসঙ্গত, পরিষেবা শুরু হওয়ার পরেই একাধিকবার সাধারণ মানুষের রোষের মুখে পড়েছে বন্দে ভারত। কখনও ষাড়ের গুঁতো, কখনও মানুষের পাথরে আঘাতপ্রাপ্ত হয়েছে সরকারের সখের ট্রেনটি। এবার আগুন লেগে দুর্ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়ল জবাব দিতে অপারগ কেন্দ্র সরকার।