অনলাইন ডেস্ক : ফের রাজ্যের মধ্যে পুরস্কার জিতল কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগ। ডিজিটাল হেলথ কনক্লেভে রাজ্যের মধ্যে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করল কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের দল। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান আয়োজিত গুয়াহাটির প্রশাসনিক মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহে এই পুরস্কার বিতরণ হয়। এনএইচএম -র গণস্বাস্থ্য সম্পর্কিত ইন্টিগ্রেটেড হেল্থ ইনফরমেশন প্লাটফর্ম (আইডিএসপি) ও ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম (আইএইচআইপি) পোর্টালে অধিক তথ্য আপলোডে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে কাছাড়।
এদিন জেলার বিভাগীয় দলের হাতে পুরস্কারটি তুলে দেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের মিশন সঞ্চালক এস লক্ষ্মীপ্রিয়া সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। পুরস্কারটি গ্রহণ করেন জেলার বিভাগীয় দুই ডাটা ম্যানেজার রাজেশ ভট্টাচার্য ও ঈশিতা নাথ। এদিকে পুরস্কার প্রাপ্তিতে প্রশাসনের তরফে দলকে অভিনন্দন জানান জেলাশাসক রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) যুবরাজ বড়ঠাকুর, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন জেলা এনএইচএম -র কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ প্রমুখ।