অনলাইন ডেস্ক : সীমান্ত সমস্যা নিয়ে শনিবার মেঘালয়ের উমকিয়াং-এ অসম ও মেঘালয়ের কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, যিনি কাছাড়ে দু’দিনের সফরে রয়েছেন, মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী স্নিয়াভ লাংদারের উপস্থিতিতে বৈঠকে যোগ দেন। মেঘালয়ের উমকিয়াংয়ে হলিক্রস উচ্চমাধ্যমিক স্কুলের অডিটোরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়।
কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং পূর্ব জয়ন্তিয়া হিলসের জেলাশাসক অভিলাষ বারনওয়াল, দুই জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও মেঘালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় লোকজন এতে অংশ নেন। দুই রাজ্যের কাছাড় এবং পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার মধ্যে সীমান্ত সমস্যা নিরসনে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী এবং অসমের বনমন্ত্রী বলেন, অসম এবং মেঘালয় উভয় সরকারই দুটি জেলার মধ্যে সীমান্ত সমস্যা সমাধানে খুব আগ্রহী এবং বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। মন্ত্রী বলেন, দুই জেলার জেলাশাসকদের বিস্তারিত প্রতিবেদন সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের মতামত সংগ্রহ করে দুই জেলাশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী।
এর আগে ক্লেরিআট সদরের এসডিও অভিনব কুমার সিং স্বাগত বক্তব্য দেন এবং কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং পূর্ব জয়ন্তিয়া হিলসের জেলাশাসক অভিলাষ বার্নওয়াল উভয়ের দ্বারা একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। কাছাড়ের লক্ষীপুরের বিধায়ক বিধায়ক কৌশিক রাই, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়, বন দফতরের আধিকারিক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।