অনলাইন ডেস্ক : স্বাধীনতার ৭৭ বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী স্বচ্ছতার ওপর এক প্রতিযোগিতার আয়োজন করছে শিলচরের ঐতিহ্যবাহী পোদ্দার টয়োটা। সংস্থার উদ্যোগে আগামী ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিলচরের ২৮টি ওয়ার্ডের মধ্যে ‘স্বচ্ছ শিলচর’ প্রতিযোগিতা সম্পন্ন হবে। সবগুলি ওয়ার্ডের বিভিন্ন পাড়ার উন্নয়ন কমিটি, স্বেচ্ছাসেবী সংস্থা বা সামাজিক সংগঠন যারা সেই পাড়ার মধ্যে সাফাই অভিযান চালাচ্ছে বা নতুন করে এ বিষয়ে উদ্যোগী হবে, বিচারকমণ্ডলির মাধ্যমে সেখান থেকে সেরা তিনটি পুরস্কারের জন্য বাছাই করা হবে। এভাবেই শহরের সবচেয়ে স্বচ্ছ পাড়ার স্বীকৃতি জানানো হবে।
শুক্রবার শহরতলি চিরুকান্দির পোদ্দার টয়োটার শোরুমে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিবেক পোদ্দার ও সুরমিতা পোদ্দার। তাঁরা জানান, শিলচরের অন্যতম প্রধান সমস্যা হল আবর্জনা নিষ্কাশন। তাই শহরবাসীর মধ্যে স্বচ্ছতার চেতনা জাগানোর লক্ষ্যে এবং শহরকে পরিচ্ছন্ন করে তুলতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন পাড়ায় বা গলিতে স্থানীয় বাসিন্দারা নিজেদের নালা পরিস্কার রেখে এবং বৈজ্ঞানিকভাবে আবর্জনা নিষ্কাশন করে যাচ্ছেন। এই ভাল কাজ যারা করছেন তাদের স্বীকৃতি দেওয়ার জন্যও এই প্রতিযোগিতার চিন্তা করা হয়েছে। নির্ধারিত অনলাইন বা অফলাইন ফরম পূরণ করে এই প্রতিযোগিতায় প্রতিটি লেনের উন্নয়ন কমিটি সহ অন্যান্য সংস্থাকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।
বিবেকবাবু জানান, এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ ২৫ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হল যথাক্রমে ১৫ হাজার এবং ১০ হাজার টাকা। এছাড়া মোট দশটি স্বান্তনা পুরস্কার হিসেবে ২ হাজার টাকা সহ একটি করে ডাস্টবিন দেওয়া হবে টয়োটার পক্ষ থেকে। এই স্বচ্ছ শিলচর প্রতিযোগিতায় সামিল হওয়ার জন্য সবার কাছে আহ্বান জানিয়েছে তিনি। উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হবে বলেও বিবেক পোদ্দার উল্লেখ করেন।