অনলাইন ডেস্ক : স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা ফাউন্ডেশনের উদোগে শিলচরে ঘরোয়া উদ্যোগে মাশরুম উৎপাদনের ওপর ৪৫ দিনের এক প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে। ওএনজিসি শিলচর শাখার আর্থিক সহযোগিতায় আয়োজিত এই শিবিরে প্রশিক্ষণ নিয়েছেন মোট ১০৫ জন নারী-পুরুষ। এতে বিশেষ করে বিভিন্ন আত্ম সহায়ক দলের মহিলারা অংশ নেন।
সোমবার শহরের এক হোটেলে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শংসাপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। সেইসঙ্গে বৃত্তিমূলক প্রশিক্ষণে এখানকার মানুষের ব্যাপক অংশগ্রহনের ফলে গোটা অসম লাভবান হচ্ছে বলে জানান। বিধায়ক শিলচরে মাশরুমের চাহিদার কথা তুলে ধরে প্রশিক্ষণপ্রাপ্তদের ঘরোয়াভাবে উৎপাদনের ওপর জোর দেন। অনুষ্ঠানে ওএনজিসি শিলচরের অ্যাসেট ম্যানেজার বিপুল গোহাই, সারফেস ম্যানেজার জয়ন্ত কুমার, সতীশ কোউলি, জেনারেল ম্যানেজার (এইচআর) সত্যেন্দ্র কুমার, ইঞ্জিনিয়ারিং হেড সুরেশ কুমার, আস্থা ফাউন্ডেশনের প্রধান অর্ণব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।