অনলাইন ডেস্ক : ছোট ভাইয়ের ছুরির আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বড় ভাই। এমনই এক ঘটনা সংঘটিত হয়েছে লক্ষীপুর থানার অন্তর্গত পয়লাপুল সংলগ্ন খুনজাবস্তি এলাকায়। আজ মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ন টা নাগাদ পয়লাপুল বাজারের সম্মুখে ৩৭ নং জাতীয় সড়কে প্রতি দিনের মত কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন বড় ভাই মুজিবুর রহমান (৪৫)। আর এখানে আগে থেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাই হবিবুর রহমান (৪২) ধারালো একটি ছুরি দিয়ে বড় ভাই মজিবুর রহমানের পেটের মাঝখানে আঘাত করেন। আঘাতের ফলে মুজিবুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে মুজিবুরকে পাশ্ববর্তী ইমানুয়েল রুরেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জখম গুরুতর দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ।প্রাপ্ত খবর মতে মজিবুর বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । অন্যদিকে ঘটনা সংগঠিত করে হাবিবুর রহমান পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তি হবিবুর কে পাকড়াও করে রাখেন এবং সঙ্গে সঙ্গে লক্ষীপুর থানায় খবর দেওয়া হয়। লক্ষীপুর থানার এস আই শরিফ উদ্দিন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে এসে হাবিবুর রহমানকে পাকড়াও করে থানায় নিয়ে যান। পারিবারিক বিবাদ থেকে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়।