অনলাইন ডেস্ক : শিশুদের ওপর নির্যাতন যেমন বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু পাচার ইত্যাদি রুখতে বড়সড় পদক্ষেপ হাতে নিয়েছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে শিলচরের সামাজিক সংগঠন নিবেদিতা নারী সংস্থার উদ্যোগে সরকারের ‘একসেস টু জাস্টিস ২.০’ প্রকল্পের সূচনা হল শুক্রবার। এদিন নিবেদিতা নারী শিক্ষাশ্রমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংস্থার সচিব দিবা রায় জানান, এই কার্যসূচির মেয়াদ ২০২৩ মে থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। এই সময়ে জেলার ৫০টি গ্রামে বাল্য বিবাহ, শিশুদের ওপর যৌন নির্যাতন এবং শিশু পাচার রোধ করার উদ্দ্যেশ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। এই কার্যসূচির জন্য পাঁচ জন সোশ্যাল ওয়ার্কার, একজন করে ডাটা অপারেটর এবং কাউন্সেলর নিয়োগ করা হয়েছে। এদিকে মে মাস থেকেই এই কার্যসূচি শুরু হয়ে গেছে বলে জানান দিবা রায়। সোনাইর তন্দুরকান্দিতে এই প্রকল্পের প্রথম অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও শিলকুড়ি এবং রোজকান্দি চা বাগানেও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে শুক্রবারের অনুষ্ঠানে বাল্যবিবাহ এবং শিশু নির্যাতন বন্ধে সবাই একযোগে শপথ বাক্য পাঠ করেন।