অনলাইন ডেস্ক : শিলকুড়ি গ্র্যান্ট এলাকায় যুবকের মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। সঞ্জু গোয়ালা (৩৫) নামে ওই যুবক সেখানে শ্বশুরবাড়িতে থাকতেন ঘর জামাই হিসেবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শ্বশুরবাড়ির লোকেরা সঞ্জুকে অচেতন অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। যারা তাকে মেডিকেলে নিয়ে গিয়েছিলেন, তাদের বয়ান অনুযায়ী, সঞ্জু হঠাৎ করে সবার অগোচরে ফাঁসিতে ঝুলে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা দেখতে পেয়ে অন্যান্যরা তাকে জীবিত ভেবে নিচে নামিয়ে আনেন। এরপর নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে।
সঞ্জুর মৃতদেহ বর্তমানে রাখা হয়েছে মেডিকেলের মর্গে। আগামীকাল বৃহস্পতিবার মৃতদেহের ময়না তদন্ত হওয়ার কথা। পুলিশের এক সূত্র বলেন, সঞ্জু বাস্তবিকই আত্মঘাতী হয়েছেন কিনা এ নিয়ে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এরপর সেই সূত্র ধরে চলবে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শ্বশুরবাড়ির লোকেরা সঞ্জুকে অচেতন অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। যারা তাকে মেডিকেলে নিয়ে গিয়েছিলেন, তাদের বয়ান অনুযায়ী, সঞ্জু হঠাৎ করে সবার অগোচরে ফাঁসিতে ঝুলে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা দেখতে পেয়ে অন্যান্যরা তাকে জীবিত ভেবে নিচে নামিয়ে আনেন। এরপর নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে।
সঞ্জুর মৃতদেহ বর্তমানে রাখা হয়েছে মেডিকেলের মর্গে। আগামীকাল বৃহস্পতিবার মৃতদেহের ময়না তদন্ত হওয়ার কথা। পুলিশের এক সূত্র বলেন, সঞ্জু বাস্তবিকই আত্মঘাতী হয়েছেন কিনা এ নিয়ে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এরপর সেই সূত্র ধরে চলবে তদন্ত।