অনলাইন ডেস্ক : বদরপুর থানাধীন কান্দিগ্রামে জাতীয় সড়কে রবিবার সকাল আনুমানিক ৫টা নাগাদ ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা।দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো এক চালকের । ঘটনার বিবরণে জানা যায় বদরপুর থেকে করিমগঞ্জ অভিমুখে যাওয়া এ এস ০১ জী সি ৭৪৪৭ নাম্বারের মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা এ এস ০১ ই সি ৭৯৭৮ নাম্বারের আর একটি মালবাহী ট্রাকের । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ এস ০১ জি সি ৭৪৪৭ নাম্বার ট্রাকের চালক করিমগঞ্জের নিকটস্থ বাখরসাল গ্রামের আব্দুল মতিনের পুত্র বাবর হোসেনের এবং গুরুতর আহত হন বিপরীতমুখী ট্রাকের চালক ত্রিপুরা রাজ্যের কাঞ্চনবাড়ী এলাকার বিকাশ দাস। সংঘর্ষ এতই প্রবল ছিল যে লরি দুটির সম্মুখভাগ সম্পূর্ণ রূপে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ফলে চালক বাবর হোসেনের একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে জাতীয় সড়কের উপর পড়ে এবং শরীরের অবশিষ্ট অংশ গাড়ির ভগ্নাংশে আটকে থাকে।
ঘটনার পর স্থানীয় মানুষ আহত বিকাশ দাসকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশংকাজনক দেখে শ্রীগৌরী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বিকাশকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে দুমড়ে মোচড়ে যাওয়া ট্রাকের ভিতর থেকে বাবর এর মৃতদেহ উদ্ধার করতে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার এন্ড ইমারজেন্সি সার্ভিসে । ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার এন্ড ইমারজেন্সি সার্ভিসের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর বাবর এর মৃতদেহ উদ্ধার করেন । পুলিশ মৃতদেহ মরনোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে । ওই দিন বেলা ২টায় জানাজার পর গ্রামের মাজারে বাবরকে কবর দেওয়া হয়।