অনলাইন ডেস্ক : ক্লাসের ভিতরে অস্বাভাবিক আচরণ এক এক করে ৩০ জন ছাত্রীর। গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই একে একে ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ল। ঘটনাটি ভাগা বামবিদ্যাপিঠ স্কুলের। শনিবার সকালে এমনই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল সহ এলাকায়। এ দিন প্রথমে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী শ্রেণির ভেতরে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সহপাঠী ও পাঠদানরত শিক্ষক কিছু বুঝে ওঠার আগেই এক এক করে একই ক্লাসের অন্তত ২২ জন ছাত্রী একই আচরণ শুরু করে।
এক সময় একে একে সংজ্ঞা হারাতে থাকে ছাত্রীরা। শুরু হয় হইচই। স্কুলের দ্বিতল ভবন থেকে নামিয়ে আনা হয় ছাত্রীদের। মিনিট ১৫ এর ভেতরে অন্যান্য ক্লাসেও ছড়িয়ে পড়ে রোগ। বিভিন্ন ক্লাসে আরও আটজন ছাত্রী জ্ঞান হারায়। স্কুল কর্তৃপক্ষ অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি খবর দেন অভিভাবকদেরও। ছুটে আসেন অভিভাবকরা। অনেক অভিভাবক নিজেদের সন্তানদের হাসপাতালে নিয়ে যান আবার কেউ বাড়িতে। শনিবার ভোরের আলো ফুটতেই সূর্য প্রখর রূপ ধারণ করে। আর দ্বিতল বিশিষ্ট গৃহের উপর তলায় ক্লাস রুমের ভেতরের তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।