অনলাইন ডেস্ক : এখন পর্যন্ত রাজ্যের পঞ্চাশ শতাংশ গৃহে জলজীবন মিশনের অধীনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে ৬৭ লক্ষ ৯৫ হাজার ৩১১টি গৃহে পানীয় জলের সংযোগ পৌছে যাবে বলে আশা করছেন জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। মন্ত্রী বরুয়া বৃহস্পতিবার গুয়াহাটির মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে জনস্বাস্থ্য বিভাগে নব নিযুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের পরিচয়পর্ব সভায় এ কথা জানান। তিনি আরও বলেন, ইতিমধ্যে ৩৪ লক্ষ ১ হাজার ৯৭টি গৃহে সংযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে মিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জনস্বাস্থ্য মন্ত্রী বরুয়া জানান, গত কয়েক বছর ধরে নিরলসভাবে কাজ করার ফলে আশানুরূপ ফল পাওয়া গেছে। ইতিমধ্যে বহু গ্রামে গ্রামীণ ওয়াটার এন্ড সেনিটেশন কমিটি গঠন ছাড়াও অংশীদারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জনস্বাস্থ্য কারগরি বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেনীতে ২৩৯ জন নিযুক্তি পেয়েছেন।এ কথা জানিয়ে মন্ত্রী বলেন,যেহেতু এই নিযুক্তি সম্পূর্ণ মেধার ভিত্তিতে করা হয়েছে। তিনি নিযুক্ত প্রাপ্তদের উৎসাহ উদ্দীপনা ও নিষ্ঠা নিয়ে কাজ করার আহ্বান জানান যাতে বিভাগ জলজীবন সহ বিভিন্ন প্রকল্প সুন্দরভাবে রূপায়ণ করতে সক্ষম হয়। এই সভায় জনস্বাস্থ্য ও কারিগরী বিভাগের অতিরিক্ত মুখ্য বাস্তুকার সৈয়দ আব্বাসী, বিশেষ সচিব দীগন্ত কুমার বরুয়াচ,মুখ্য বাস্তুকার (জল) দিব্যজ্যোতি দোয়ারা, মুখ্য বাস্তুকার (সেনিটেশন) বি এম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।