অনলাইন ডেস্ক : আগামী লোকসভা নির্বাচনে বিজেপি অসমে কমপক্ষে ১২টি আসন দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এই লক্ষ্যকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর জন্য ইতিমধ্যে রাজ্যের ১৪ টি নির্বাচনী ক্ষেত্র এলাকায়ই তিনদফা সমীক্ষা হয়ে গেছে, নির্বাচনের আগে আরও দুই দফা সমীক্ষা হওয়ার কথা।
দলীয় রাজ্য স্তরের এক শীর্ষ নেতাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার খবরে উল্লেখ করা হয়েছে পাঁচ দফা সমীক্ষার অগ্নিপরীক্ষায় উৎরালে তবেই মিলবে দলীয় টিকিট। এই ডামাডোলে যে ৯টি আসনে বর্তমানে দলীয় সাংসদরা রয়েছেন তাদের মধ্যে ৫ জনের টিকিট পাওয়ার টিকিট প্রাপ্তি খুব সহজ নাও হতে পারে। এর মধ্যে রয়েছেন বরাক উপত্যকার এক সাংসদও।
ওই শীর্ষ নেতার কথায় এ পর্যন্ত হয়ে যাওয়া ৩ টি সমীক্ষায় এই পাঁচজন সাংসদ সম্পর্কে খুব ভালো রিপোর্ট উঠে আসেনি। এবার বাকি থাকা দুই দফার সমীক্ষায় পরিস্থিতির খুব অদল বদল না হলে এদের টিকিট থেকে বঞ্চিত হওয়াটা প্রায় নিশ্চিত। তিনি এও বলেন, কর্ণাটক বিধানসভার ফলাফল দলের অনুকূলে এলে হয়তো সমীক্ষার “রিপোর্ট” খুব ইতিবাচক না হলেও এই পাঁচজনের কেউ কেউ টিকিট পেয়ে যেতেন। কিন্তু কর্ণাটক বিধানসভার ফলাফলের পর দলীয় শীর্ষ নেতৃত্ব আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না। তাই এই পাঁচজন সাংসদের স্থলে নতুন মুখ নিয়ে আসাটা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।
প্রসঙ্গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময়ও রাজ্যে তৎকালীন পাঁচ সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, আর পি শর্মা, রমেন ডেকা, রাজেন গোহাই এবং বিজয়া চক্রবর্তীকে দল টিকিট দেয়নি।
এদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল এবার শুরু করতে চলেছে মহা জনসম্পর্ক অভিযান। কাছাড়ে এই কার্যসূচি শুরু হচ্ছে আগামীকাল ১ জুন বৃহস্পতিবার থেকে। জানা গেছে এ নিয়ে বুধবার দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ উপস্থিত ছিলেন সাংসদ ডা: রাজদীপ রায়, অভিযানের অহ্বায়ক অমিয়কান্তি দাস, দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কৌশিক রাই, দুই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ও কিশোর নাথ, দলের রাজ্য কমিটির কর্মকর্তা কনাদ পুরকায়স্থ ও রাজ্যিক মুখপাত্র রাজদীপ গোয়ালা প্রমূখ।
জেলা কমিটির মুখপাত্র বিজেন্দ্রপ্রসাদ সিং জানিয়েছেন আগামীকাল থেকে জেলায় দলের ১৯ টি মন্ডলের সভাপতিরা নিজেদের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শুরু করবেন এই অভিযান। এর জন্য প্রতিটি মন্ডলে বাছাই করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ১০০ জন করে প্রভাবশালী লোককে, যাদের সঙ্গে বিজেপির সরাসরি কোনও সম্পর্ক নেই। এই প্রভাবশালী লোকেদের বাড়িতে গিয়ে তাদের কাছে মন্ডল সভাপতিরা বিজেপি সরকারের জমানায় কি কি ইতিবাচক কাজ হয়েছে সেসব নিয়ে আলোকপাত করবেন। জনসম্পর্ক অভিযান চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। এর মধ্যে থাকবে অন্যান্য বিভিন্ন কার্যসূচিও।
জেলা কমিটির অন্য এক সূত্র জানিয়েছেন, অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে আগামী ১৪ জুন এক জনসভাও। শিলচরে অনুষ্ঠিত হবে এই জনসভা। তবে জনসভায় কারা যোগ দেবেন তা এখনও চূড়ান্ত হয়নি।