অনলাইন ডেস্ক : শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে শিশুপুত্র আয়ান মঞ্জুর বড়ভূঁইয়ার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার ময়দানে নামলো নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।
বৃহস্পতিবার মহিলা সমিতির কর্মকর্তারা আয়ান মঞ্জুরের বাবা মঞ্জুরুল ইসলাম বড়ভূঁইয়াকে সঙ্গে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেনের দারস্থ হন। তারা হত্যাকান্ড নিয়ে শীঘ্র চার্জশিট পেশ করার দাবি জানিয়ে তুলে দেন এক স্মারকপত্র।
মহিলা সমিতির কর্মকর্তা আইনজীবী স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্যরা জানান স্মারকপত্র তুলে দেওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার তাদের আশ্বাস দিয়েছেন, দুদিনের মধ্যেই পেশ করা হবে চার্জশিট। স্বর্ণালী চৌধুরীরা উষ্মা ব্যক্ত করে বলেন, এই নৃশংস হত্যা মামলায় শীঘ্র চার্জশিট পেশ করা না হলে যাদের গ্রেফতার করা হয়েছে তারা জামিনে ছাড়া পেয়ে যাবে। কারণ গ্রেফতারের পর তিন মাস সময় পার হয়ে গেলে এমনিতেই জামিন মঞ্জুর হয়ে যায়। এ নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। সঙ্গে তারা হত্যাকাণ্ডে অন্যান্য যেসব অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি, তাদেরও শীঘ্র গ্রেপ্তারের দাবি জানান।
মঞ্জুরুল ইসলাম বলেন, এদিন অতিরিক্ত পুলিশ সুপার যেভাবে তাদের আশ্বস্ত করেছেন এতে সুবিচার পাবেন বলেই তিনি আশাবাদী। তার ছেলের হত্যাকাণ্ডকে ঘিরে দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংস্থা -সংগঠন যেভাবে এগিয়ে এসেছে এর জন্য তিনি সেসব সংস্থা সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।