অনলাইন ডেস্ক : তিন বছরের এক শিশু কন্যাকে জোর করে বিষ খাইয়ে হত্যা করার এক চাঞ্চল্যকর অভিযোগের খবর পাওয়া গেছে। অসম-মিজোরাম সীমান্তবর্তী দক্ষিণ হাইলাকান্দির দামছড়া গ্রামের এ ঘটনায় এক দিকে চাঞ্চল্যের সৃষ্টি করেছে,অন্যদিকে সৎমায়ের এমন কাণ্ডে তীব্র প্রতিবাদ ওঠেছে। গ্রামের মানুষ ওই সৎমায়ের কঠোর শাস্তির দাবি তোলেছেন
এ এক রীতিমত হৃদয় বিদারক ঘটনা। মঙ্গলবার দামছড়া গ্রামে সংঘটিত হয় এই অভাবনীয় মর্মন্তুদ ঘটনা।জামিরা পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত সৎ মাকে আটক করেছে।ঘটনাকে কেন্দ্র অসম-মিজোরাম সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য।অবুঝ শিশুকন্যাটির নির্মম হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ দক্ষিন হাইলাকান্দি।ঘটনার বিবরণে জানা গেছে,দামছড়া গ্রামের নজমূল হোসেন বড়ভূইয়া নামের যুবক জামিরা বাগান বস্তি গ্রামের আতাব উদ্দিনের মেয়ে হাছনা বেগমকে বছর পাঁচেক আগে সামাজিক ভাবে বিয়ে করেছিলেন। বিয়ের পর একটি কন্যা সন্তানের জন্ম হলে দুবছর পর কন্যা সন্তান রেখে হাছনাা বেগমকে তালাক দেন নজমূল।তারপর পুনরায় ঝালনাছড়া গ্রাম থেকে এক যুবতীকে দ্বিতীয় বিবাহ করেন নজমূল।বিয়ের পর সৎ মা,জন্নতারা বেগম নামের তিন বছরের শিশুকন্যার উপর শাররিক অত্যাচার শুরু করে। মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘুম থেকে তুলে শিশুকন্যাকে জোর করে বিষ পান করানোর অভিযোগ ওই সৎ মায়ের বিরুদ্ধে।এর পর শিশুকন্যাটি মাটিতে পড়ে ছটফট শুরু করে।নিয়ে আসা হয় জামিরা পুলিশ ফাঁড়িতে।জানা গেছে অবুঝ শিশুটি স্বীকারুক্তি দিয়েছে তার সৎ মা থাকে বিষ পান করিয়েছে।শিশুকন্যাকে দ্রুত চিকিৎসার জন্য শিলচর ম্যাডিকেল কলেজে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি।শিলচর ম্যাডিকেল কলেজে মৃত্যু হয় শিশুকন্যাটির।এই ঘটনার অভিযুক্ত সৎ মাকে মঙ্গলবার রাতেই জামিরা পুলিশ আটক করে।