অনলাইন ডেস্ক : ভেঙ্গে দেওয়া হল শিলচর জেলা কংগ্রেস কমিটির অধীন কাছাড় জেলার ১৬টি ব্লক কংগ্রেস কমিটি।
শনিবার এক নির্দেশে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ১৬ টি ব্লক কংগ্রেস কমিটি ভেঙ্গে দেওয়ার কথা জানিয়ে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সভাপতিদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে বলেছেন।
অভিজিৎ নির্দেশে আরও উল্লেখ করেছেন, অসমের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এনিয়ে নির্দেশ দেওয়ার পর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরার সঙ্গে পরামর্শক্রমে ১৬ টি ব্লক কংগ্রেস কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত সম্প্রতি শিলচর সফরের সময়ই ভূপেন কুমার বরা ব্লক কংগ্রেস কমিটি গুলো ভেঙ্গে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সঙ্গে তিনি এও জানান এবার ১৬ টি ব্লক কংগ্রেস কমিটির সঙ্গে লক্ষ্মীপুর এবং সোনাই শহর এলাকাকে নিয়ে আরও দুটি নতুন ব্লক কংগ্রেস কমিটি গঠন করা হবে।
এদিকে অভিজিৎ পাল এদিন নির্দেশ জারি করার আগেই আগেই কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি বিশাল সরকার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতির উদ্দেশ্যে।
শনিবার এক নির্দেশে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ১৬ টি ব্লক কংগ্রেস কমিটি ভেঙ্গে দেওয়ার কথা জানিয়ে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সভাপতিদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে বলেছেন।
অভিজিৎ নির্দেশে আরও উল্লেখ করেছেন, অসমের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এনিয়ে নির্দেশ দেওয়ার পর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরার সঙ্গে পরামর্শক্রমে ১৬ টি ব্লক কংগ্রেস কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত সম্প্রতি শিলচর সফরের সময়ই ভূপেন কুমার বরা ব্লক কংগ্রেস কমিটি গুলো ভেঙ্গে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সঙ্গে তিনি এও জানান এবার ১৬ টি ব্লক কংগ্রেস কমিটির সঙ্গে লক্ষ্মীপুর এবং সোনাই শহর এলাকাকে নিয়ে আরও দুটি নতুন ব্লক কংগ্রেস কমিটি গঠন করা হবে।
এদিকে অভিজিৎ পাল এদিন নির্দেশ জারি করার আগেই আগেই কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি বিশাল সরকার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতির উদ্দেশ্যে।