অনলাইন ডেস্ক : অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নিযুক্তি পেলেন রাজ্যের তুখোড় রাজনৈতিক ও মানবাধিকার কর্মী নবীনা সুলতানা মজুমদার। সোমবার প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী তাঁকে এই পদে নিযুক্তি দিয়েছেন। নবীনা মহিলা কংগ্রেস সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ায় বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যে মহিলা কংগ্রেস দল আরও শক্তিশালী হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত। নবীনা উচ্চ শিক্ষিত এবং কংগ্রেস ঘরানা পরিবারের সন্তান। তিনি রাজ্যের প্রভাবশালী কংগ্রেস নেতা তথা মন্ত্রী প্রয়াত আলতাফ হোসেন মজুমদারের নাতনী।
উল্লেখ্য, নবীনা এর আগে এ আই ইউ ডি এফ দলের মহিলা শাখার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।এ আই ইউ ডি এফ দল বর্তমানে শাসক বিজেপি দলের বি টিম হয়ে কাজ করায় তিনি এই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।দলত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করার পরই তাকে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা কংগ্রেসে সাধারণত সম্পাদক নিযুক্ত হওয়ায় তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বরঠাকুরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন তিনি মূলত কংগ্রেস ঘরানা পরিবারের সন্তান। সেই দল তাকে যে দায়িত্ব দিয়েছে তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করে দলকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন।