অনলাইন ডেস্ক : অবশেষে মোহভঙ্গ ঘটেছে! তৃণমূল কংগ্রেসের শিলচর শাখার অন্যতম নেতা সুস্মিতা-ঘনিষ্ঠ পাপন দেব ফের দল পাল্টাচ্ছেন। একঝাঁক নেতা ও কর্মীকে সঙ্গে নিয়ে শীঘ্রই তিনি কংগ্রেসে ফিরছেন। দলীয় সূত্রে এমনটাই জানা গেছে।
শিলচর জেলা যুব কংগ্রেসের দু’বারের সভাপতি তথা জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক পাপন দেবও একসময় ‘হুজুগে’ অনেকের সঙ্গে দল ছেড়ে তৃণমূলে ভিড়েছিলেন। কিন্তু সেই দলবদল তাঁর কাছেও সুখকর হয়নি। নতুন দলের বিভিন্ন কাজকর্ম ও সিদ্ধান্তে অনেকের মতো পাপনও নাকি অসন্তুষ্ট ছিলেন। তাই মাস ছয়েক আগে তিনি তৃণমূলে ইস্তফা দেন। এবার নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইতিমধ্যে জেলা কংগ্রেস নেতারাও সংগঠন মজবুত করার লক্ষ্যে মাঠে নেমেছেন। জানা গেছে, সম্প্রতি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কয়েকজন দলীয় নেতা পাপন দেবের সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানে তৃণমূলেরও অন্যান্য নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। পাপনদের কংগ্রেসে ফেরানোর ব্যাপারে সেদিনই পাকা কথা হয়ে যায়। দলীয় সূত্রটি আরও জানিয়েছেন, পাপন শুধু একা নন, তাঁর নেতৃত্বে একঝাঁক তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মী অভিমান ভুলে একসঙ্গে কংগ্রেসে ফিরবেন। সেই সঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনে শিলচর আসনে দলের প্রার্থী মনোনয়নে পাপন দেবকে প্রাধান্য দেওয়া হতে পারে। ফিরে পেতে পারেন জেলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদও।
এ ব্যাপারে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বক্তব্য জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, শুধু পাপন দেব নন, অতীতে যারাই কংগ্রেস ছেড়েছেন সবাইকে তিনি স্বাগত জানাতে প্রস্তুত। আর অস্তিত্বের সংকটে থাকা তৃণমূল কংগ্রেসে আগে যারাই নাম লিখিয়েছিলেন, তাদের সবার শিক্ষা হয়ে গেছে। বেশিরভাগের মোহভঙ্গ ঘটেছে।
অভিজিৎ আরও বলেন, জেলা সভাপতির গুরু দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলকে সংগঠিত ও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তৃণমূল কংগ্রেস নয়, আরও তিনটি দলের প্রচুর নেতা ও কর্মী কংগ্রেসে আসার অপেক্ষায় দিন গুনছেন। অনেকের সঙ্গে ইতিমধ্যে আলোচনাও হয়ে গেছে। আগামী দিন কয়েকের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা শিলচর আসছেন। তাঁর হাত ধরেই তৃণমূল, বিজেপি, অগপ এবং এনপিপি-র বহু নেতা ও কর্মী কংগ্রেসের পতাকা তুলে নেবেন। সবার ঐক্যবদ্ধ প্রয়াসেই কংগ্রেস চব্বিশের লোকসভা নির্বাচনে লড়তে চায় বলেও উল্লেখ করেন অভিজিৎ।