অনলাইন ডেস্ক : পুলিশ গ্রেফতার করলো গাড়ি চোর চক্রের বড় মাপের পান্ডা হোসেন আলী বড়ভূঁইয়া (৩০)কে।
উধারবন্দ গোসাইপুর প্রথম খন্ডের বাসিন্দা হোসেন আলী কিছুদিন ধরে ছিল শিলচর মালুগ্রাম ডাইভারসন রোডে। সেখান থেকে তাকে গ্রেফতার করে তারাপুর ফাড়ি পুলিশ। গ্রেফতারের পর তাকে পেশ করা হয় আদালতে। বর্তমানে সে তিন দিনের জন্য রয়েছে পুলিশ হেফাজতে।
পুলিশের এক সূত্র জানিয়েছেন হোসেন সম্প্রতি ধৃত লক্ষীপুর কালাবিল রংমাই পুঞ্জির বাসিন্দা গাড়ি চোর চক্রের কিংপিন জেনলং রংমাই ওরফে বুলেটের ঘনিষ্ট সহযোগী। বর্তমানে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।