অনলাইন ডেস্ক : রাজ্য ভিত্তিক নিযুক্তি কমিশনের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পদে নির্বাচিত প্রার্থীদের নিযুক্তির ক্ষেত্রে রাজ্য সরকার কমিশনকে কিছু নীতি নির্দেশিকা বেঁধে দিয়েছে । রাজ্য সরকারের পার্সনাল বিভাগের প্রধান সচিব নিরাজ ভার্মা স্বাক্ষরিত নীতি নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে বরাক উপত্যকার তিন জেলা থেকে নির্বাচিত প্রার্থীদের যতদূর সম্ভব বরাকেই নিযুক্তি দেওয়া হবে। নির্বাচিত মহিলা প্রার্থীদের সর্বাবস্থায় নিজনিজ জেলায় নিযুক্তি ব্যবস্থা করা হবে। অন্যান্য প্রার্থীদেরও পছন্দসই নিজ জেলা অথবা নিকটবর্তী জেলায় নিযুক্তি দেওয়া হবে।তবে প্রার্থীদের পছন্দসই জেলায় যদি কোন পদ না থাকে তাহলে নিযুক্তির স্থান রেনডোমাইজেশন মাধ্যমে নিযুক্তি দেওয়া হবে।নির্বাচিত দিব্যাংগ প্রার্থীদের যতদূর সম্বভ নিজ জেলায় নিযুক্তির ব্যবস্থা করতে ওই নির্দেশিকায় বলা হয়েছে। এছাড়াও নিযুক্তির ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সংশ্লিষ্ট আধিকারিক মুখ্যমন্ত্রীর নজরে আনতে পারবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।