অনলাইন ডেস্ক : ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বি.ভি. মঙ্গলবার অসম যুব কংগ্রেসের বহিষ্কৃত নেতা অঙ্কিতা দত্তের করা হয়রানি ও লিঙ্গ বৈষম্যের অভিযোগের বিষয়ে গুয়াহাটি পুলিশের কাছে হাজির হওয়ার জন্য সময়সীমা দশ দিন বাড়ানোর অনুরোধ করেছেন। এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, শ্রীনিবাসের একজন প্রতিনিধি দিসপুর থানায় গিয়ে পুলিশের কাছে হাজির হওয়ার জন্য তাঁর জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। ইতিমধ্যে, গৌহাটি হাইকোর্ট তার বিরুদ্ধে দায়ের করা অঙ্কিতা দত্তের এফআইআর বাতিল করার জন্য যুব কংগ্রেসের সভাপতির দায়ের করা আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।এদিন অঙ্কিতার আইনজীবী প্রাণ বরা আদালতে বলেছেন যে তার মক্কেল এখনও আবেদনের একটি অনুলিপি পাননি এবং এটি পর্যালোচনা করার জন্য সময় চেয়েছেন। এরপরই আদালত পরবর্তী শুনানির জন্য ৪ মে দিন ধার্য করেন।
প্রসঙ্গত, অঙ্কিতার অভিযোগ, শ্রীনিবাস গত ছয় মাস ধরে যৌনতাবাদী মন্তব্য করে, অশ্লীল শব্দ ব্যবহার করে তাকে ক্রমাগত হয়রানি ও নির্যাতন করে আসছেন এবং দলের প্রবীণ নেতাদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করলে তাকে ভয়ানক পরিণতির হুমকিও দিয়েছিলেন। অঙ্কিতা ১৯ এপ্রিল এ নিয়ে দিসপুর থানায় শ্রীনিবাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। এরপরেই বেঙ্গালুরু গিয়ে অসম পুলিশের একটি দল শ্রীনিবাসকে মঙ্গলবার দিসপুর থানায় হাজির হওয়ার নোটিশ দেয়।