অনলাইন ডেস্ক : প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সঙ্গে থাকছে উৎসবের একটা আমেজ। প্রাক্তন উপদেষ্টা নীলোৎপল চৌধুরীর স্মৃতিতে অনুষ্ঠেয় বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস ) ফাইভ এ সাইড ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হবে বৃহস্পতিবার। আর বুধবার পত্রিকা মালিক এবং প্রতিযোগি দলের অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত জার্সি ও ট্রফি উন্মোচনের মাধ্যমে আসরের ঢাকে কাঠি পড়ে গেল।
ক্রিকেটের পর এবার ফুটবল। ‘ টোয়েন্টি ফোর সেভেন ‘ কাজে ব্যস্ত মিডিয়ার লোকদের জন্য সামান্য মনোরঞ্জনের ব্যবস্থা করে দিচ্ছে বাকস। ক্রিকেটের সঙ্গে এই আসরের সামান্য ব্যবধান রয়েছে। ক্রিকেটের মত এই আসরটা ফ্রাঞ্চাইজি ভিত্তিক হবে না। বিভিন্ন পত্রিকা হাউস এবং ই মিডিয়া একে অপরের মুখোমুখি হবে। শহরের পাঁচটি পত্রিকা হাউস – দৈনিক সাময়িক প্রসঙ্গ, দৈনিক যুগশঙ্খ, প্রান্তজ্যোতি, বার্তালিপি এবং গতির পাশাপাশি প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে ই মিডিয়া, মিডিয়া সুপারকে। প্রতিযোগিতা হবে নকআউট ভিত্তিক। বৃহস্পতিবার আসরের ম্যাচগুলি খেলা হবে শিলচর ফুটবল একাডেমির অস্ট্রো টার্ফে। চ্যাম্পিয়ন্স এবং রানার্স -র পাশাপাশি সর্বোচ্চ স্কোরার, সেরা গোলরক্ষক এবং ফাইনালের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বাকসের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাছাড় পুলিশ প্রশাসন।
বুধবার ট্রফি এবং জার্সি উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুমোল মাহাত্তা , দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বর্তলিপির কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্ত, প্রান্তজ্যোতির মুখ্য সম্পাদক নিলয় পাল, গতির সিনিয়র সাংবাদিক তমজিৎ ভট্টাচাৰ্য, যুগশঙ্খর সঞ্চালক গৌরব নাথ, মিডিয়া সুপারের পক্ষে সমীরণ চৌধুরী, ই মিডিয়ার পক্ষে সঞ্জীব সিং এবং প্রয়াত নীলোৎপল চৌধুরীর পুত্র নীলাক্ষ চৌধুরী।
নিজের সংক্ষিপ্ত বক্তব্যে সাময়িক প্রসঙ্গ সম্পাদক তৈমুর রাজা চৌধুরী বলেন,’ বাকস যেমন স্বতন্ত্রভাবে ক্রীড়া সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তেমনি সাম্প্রতিককালে অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে কাছাড় পুলিশ। ফলে আশা ব্যক্ত করছি এদের মেলবন্ধন এই প্রতিযোগিতাকে সাফল্যের মুখ দেখাবে। সাধারণ জনগন এবং পুলিশের মধ্যে সম্পর্কটা যাতে আরও নিবিড় হয় সেটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ফলে এরকম আসর আয়োজিত হলে মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত হতে বেশি সময় লাগবে।’ এছাড়াও পুলিশ প্রশাসন এবং বাকসকে যৌথভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন তিনি।
পুলিশ সুপার নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ আমাদের সাংবাদিক বন্ধুরা রাতদিন অনেক পরিশ্রম করেন। এরকম একটা আসর আয়োজন সাংবাদিকদের পাশাপাশি জনগণের সঙ্গেও পুলিশের একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। ‘ এছাড়াও বক্তব্য রাখেন বর্তলিপির কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্ত, প্রান্তজ্যোতির মুখ্য সম্পাদক নিলয় পাল, গতির সিনিয়র সাংবাদিক তমোজিত ভট্টাচাৰ্য, যুগশঙ্খর নীলাক্ষ চৌধুরী, সঞ্চালক গৌরব নাথ প্রমুখ। বাকস -র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব রবি হাজাম, কাছাড় শাখার সচিব অভিজিৎ ভট্টাচাৰ্য, সঞ্জয় রায় সঞ্জীব সিং, টুর্নামেন্ট কমিশনার চন্দন শর্মা প্রমুখ।
সাময়িক প্রসঙ্গের দল এরকম : বিশ্বজিৎ দত্ত (অধিনায়ক ), গনেশ নন্দী, শুভেন্দু দাশ, সানু চৌধুরী, জাহির আব্বাস, বিশাল দাস, শিবাজী দেব, অমিত শব্দকর, সুব্রত দাস, পরিমল বিশ্বাস। ম্যানেজার – উত্তম চৌধুরী, অফিসিয়াল – মিলন উদ্দিন লস্কর।