অনলাইন ডেস্ক : অসমের হজযাত্রীদের হজ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দেবার জন্য দুই মহিলা সহ মোট ২৬ জন প্রশিক্ষক মনোনীত হয়েছেন। এই তালিকায় বরাক উপত্যকার তিন জেলা থেকে নয়জন প্রশিক্ষক মনোনয়ন পেয়েছেন। । এরা হলেন রেজাউল করিম বড়ভুইয়া, সাহাব উদ্দিন বড়ভুইয়া ও মিনারা বেগম মজুমদার ( কাছাড়), মোহাম্মদ কামাল উদ্দিন,পারবিন সুলতানা চৌধুরী ও মোহাম্মদ আব্দুল বাসিত ( করিমগন্জ), আবুল হোসেন মাঝারভুইয়া, মোহাম্মদ জায়েদ আহমেদ চৌধুরী ও ফকর উদ্দিন লস্কর ( হাইলাকান্দি)। অন্যান্য জেলা থেকে মনোনীত প্রশিক্ষকরা হলেন আরফান আলি আহমেদ, মোহাম্মদ মইনুল হক,সেখ মোহাম্মদ সামিরুল হক, ওয়াহিদ আলি, আরসাদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবেদ আলি, আব্দুল হাই, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আব্দুল জব্বার,মোহাম্মদ একিন আলি, আব্দুল হালিম, আব্দুল বারী, মওলানা আব্দুস সালাম কাসিমি, মোহাম্মদ আবু খয়ের আলি, সিহাব উদ্দিন তাপাদার, আব্দুল্লা মামুন ও মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আগামী ১৫ এপ্রিল গুয়াহাটির রাজ্য হজ কনিটির কার্যালয়ে নবনিযুক্ত প্রশিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।