অনলাইন ডেস্ক : বাংলা ভাষাকে যেন মোটেই পছন্দ নয় কোন এক পক্ষের। বরাক উপত্যকার জন্য বাংলা ভাষা সরকারি ভাবে স্বীকৃত হলেও তার বাস্তবায়ন চায়না একটি চক্র। চাপিয়ে দেওয়া হয় অন্য ভাষা। সরকারি কার্যালয়ের সাইনবোর্ডে ইচ্ছাকৃতভাবে উল্লেখ থাকেনা বাংলা ভাষার। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এই বরাক উপত্যকায়।এবার লক্ষীপুর মহকুমা এলাকার লক্ষীপুর, বাশকান্দি, বিন্নাকান্দি উন্নয়ন খন্ড কার্যালয়ে সরকারিভাবে কয়েকটি সাইনবোর্ড লাগানো হয়েছে।যে সাইনবোর্ডে শুধু ইংরেজি ও অসমিয়া ভাষার উল্লেখ রয়েছে।বাংলা ভাষা স্হান পায়নি।এই দৃশ্য সাধারণ মানুষ সহ বহু বিশিষ্ট লোকের নজরে পড়ে। নজর এড়ায়নি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষীপুর আন্ঝলিক সমিতি ও লক্ষীপুর পূর্ব কাছাড় প্রেস ক্লাবের কর্মকর্তাদের। এনিয়ে ক্ষোভ দেখা দেয়। এই বিষয়টি নিয়ে আজ বুধবার লক্ষীপুর, বাশকান্দি, বিন্নাকান্দি, রাজাবাজার খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষীপুর আন্ঝলিক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।এতে বলা হয়েছে সাইনবোর্ডে ইংরেজি ও অসমিয়া ভাষার উল্লেখ রয়েছে তাতে আমাদের আপত্তি নেই।তবে বরাকের সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষা এইসব সাইনবোর্ডে সংযুক্ত করা হোক।এই দাবি জানিয়ে আজ বুধবার চারটি ব্লকের বিডিওদের কাছে লিখিত ভাবে দাবি জানানো হয়েছে। স্মারকলিপি প্রদান করতে প্রতিনিধি দলে ছিলেন লক্ষীপুর আন্ঝলিক সমিতির সাধারণ সম্পাদক কার্তিক রায়,সদস্য আলিম উদ্দিন মজুমদার, রানাজীত দাস,সাত্যকি দাস,অসীম পাল,রাজদীপ দাস,পূর্ব কাছাড় প্রেস ক্লাবের সভাপতি কবীর আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক পুলক দাস। স্মারকপত্রের প্রতিলিপি লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই ও মহকুমা শাসকের কাছে প্রদান করা হয়। আশ্চর্যের বিষয় আজ চারটি উন্নয়ন খন্ড কার্যালয়ে স্মারকলিপি প্রদান করতে গিয়ে একজন বিডিও কেও পাওয়া যায়নি।এমনকি করনিক কিংবা বড়বাবু পর্যন্ত পাওয়া যায়নি।চতুর্থ শ্রেণীর কর্মীদের হাতে স্মারকলিপি প্রদান করতে হয়েছে।