অনলাইন ডেস্ক : হাইলাকান্দি জেলার কাটলিছড়া তে করিমগঞ্জের এক গাড়ি চালকের হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে করিমগঞ্জ শহর লাগোয়া সরিষা এলাকার গাড়ি চালক মনি শব্দকর কে । রবিবার দুপুরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হল ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । এলাকাবাসীর পাশাপাশি তার সঙ্গে অন্যান্য গাড়ি চালকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন । প্রশাসনের কাছে দাবি জানান এই হত্যা কাণ্ডের উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষী কে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করতে হবে ।
করিমগঞ্জ শহরের সরিষা কালীবাড়ি এলাকার বাসিন্দা মনি শব্দকর শনিবার রাতে যাত্রী নিয়ে হাইলাকান্দি গিয়েছিল । রাতে স্থানীয়রা একটি ওয়াগনার গাড়িতে একজন মানুষের কাতরানোর শব্দ শুনতে পান । সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা । রক্তাক্ত অবস্থায় দেখতে পান মনি কে । কেবল মাত্র নিজের বাড়ি করিমগঞ্জে বলার পরই মারা যায় সে । সঙ্গে সঙ্গে কাটলিছরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি গাড়ির ভেতরে ধারালো অস্ত্র উদ্ধার করে । শনিবার রাতে সে খবর করিমগঞ্জে পৌঁছা মাত্র ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় । তার পরিবারের লোকরা ছুটে যান হাইলাকান্দিতে । রবিবার সকালে ময়না তদন্তের পর মরদেহ করিমগঞ্জে নিয়ে আসা হয় । তার বাড়ির পাশে জাতীয় সড়কে মরদেহ রেখে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা সহ অন্যান্য গাড়ি চালকরা । তারা অভিযোগ করেন, এভাবে গত এক মাসের মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে গাড়িতে যাত্রী নিয়ে গিয়ে খুন হতে হয়েছে তিনজন গাড়ি চালক কে । কিন্তু দোষীদের পাকড়াও করা হয় না । আবারো একই ঘটনার পুনরাবৃত্তি হল হাইলাকান্দিতে । পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাকে । এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান স্থানীয়রা । এছাড়াও মৃত মনির পরিবারের লোকদের উপযুক্ত সাহায্যের দাবি জানান । বেশ কিছু সময় জাতীয় সড়ক অবরোধ থাকার পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক । এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া পরিলক্ষিত হয়েছে ।