অনলাইন ডেস্ক : বৃষ্টি নামতেই লালা শহরের মখা লস্কর রোডের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে উঠেছে। দীর্ঘদিন থেকে এই রোড বেহাল হয়ে উঠলেও সংস্কারের কোনও হেলদোল নেই। অথচ এই মখা লস্কর রোড দিয়ে রোজদিন শত শত লোক লালা শহরে যাতায়াত করেন। বৃহত্তর নিজবর্ণারপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড,লালারপার ইত্যদি গ্রামের মানুষের চলাচল করার একমাত্র অবলম্বন এই রাস্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি আবার লালা শহরে থাকলেও এ পর্যন্ত কোনও সংস্কার না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শুকনো মরসুমে কোনওক্রমে চললেও বর্ষা এলেই এই রোড দিয়ে চলাচল অসম্ভব হয়ে উঠবে। অবস্থা এতোটাই বেহাল যে বর্ষা নামলে লোকজন চলাচলের উপায় থাকবে না বলে স্থানীয় অনেকের অভিমত। একসময় এই রোডের কিছুটা সংস্কার হলেও এখন অবস্থা তথৈবচ। এই রোড দিয়ে নিত্যদিন স্কুল-কলেজের পড়ুয়া,কচিকাঁচা ও রোগীদের নিয়ে যাওয়া-আসার ক্ষেত্রে খুব কষ্ট করতে হয়। রাস্তাটির এই বেহাল অবস্থার জন্য অনেকে দায়ী করছেন পুরসভাকে। লালা পুরসভার সদিচ্ছার অভাবে এই গুরুত্বপূর্ণ রোডটি বেহাল হয়ে উঠেছে। এতে এই রাস্তা দিয়ে চলাচলে ভীষণ বেকায়দায় পড়েছেন এলাকার লোকজনেরা। স্থানে স্থানে আগের ঢালাই ভেঙে গেছে।পাথর হা করে রয়েছে।মোটর বাইক নিয়ে চলাচলও ভীষণ দায় হয়ে গেছে। সবমিলিয়ে এই মখা লস্কর রোডের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে গেছে।তাই স্থানীয় জনগণ শীঘ্র এই বেহাল রাস্তার সংস্কার চেয়ে লালা পুরসভার চেয়ারপার্সন তুরসি রায় সহ স্থানীয় বিধায়ক সুজাম উদ্দিন লস্করের হস্তক্ষেপ কামনা করেছেন।