অনলাইন ডেস্ক : রহস্যজনক মৃত্যু ঘটলো আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। রবিবার সরসিং তকবি (২৩) নামে ওই পড়ুয়াকে আইরংমারার ভাড়া ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের এক সূত্র জানান সরসিং ছিলেন কার্বি আংলং জেলার ডেনগাওর বাসিন্দা। তিনি আইরংমারায় ভাড়া ঘরে থেকে পড়াশোনা করতেন। সহপাঠী ও ওই বাড়ির অন্যান্যরা বয়ান দিয়েছেন,গতকাল রবিবারই সরসিং বাড়ি থেকে ফিরেছেন। সোমবার বেলা অনেকটা গড়িয়ে যাওয়ার পরও তাকে দরজা খুলতে না দেখে শুরু হয়ে ডাকাডাকি। সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখা যায় অচেতন অবস্থায় তিনি পড়ে রয়েছেন বিছানায়। এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।