অনলাইন ডেস্ক : সোমবার স্থগিত মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে ৩০ মার্চ। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ ( সেবা )। শুধু এটাই নয়, গণিরগ্রামে গণ টোকাটুকির পরিপ্রেক্ষিতে বাতিল হওয়া ইংরেজি পরীক্ষা এখন অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ।
রবিবার রাতে আচমকা সোশ্যাল মিডিয়ায় একটি খবর চাউর হয় যে ফাঁস হয়ে গেছে সোমবার অনুষ্ঠিত হতে চলা মাধ্যমিকের বিজ্ঞান প্রশ্নপত্র। এদিক ওদিক না ভেবে সঙ্গে সঙ্গেই এক বিবৃতিতে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ জারি করে সেবা। তাছাড়া আসাম পুলিশের ডিআইজি সোশ্যাল মিডিয়ায় বিষয়টার তদন্তের পাশাপাশি ক্ষমাও চেয়ে নেন। সোমবার এক বিবৃতিতে সেবা তরফ তরফ থেকে বলা হয়েছে যে সোমবারের পরীক্ষাটি এবার আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
এদিকে গণটোকাটুকির দরুণ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিন গণিরগ্রাম জে আর এইচ এস স্কুল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশের দরুণ শুধুমাত্র সেই স্কুলে সেদিনের পরীক্ষা বাতিল করা হয়। এবার এই সেন্টারের ৭৬০ জন পরীক্ষাত্রীকে ২৮ মার্চ পুনরায় পরীক্ষায় বসতে হবে।