অনলাইন ডেস্ক : শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে খুন হওয়া বছর আটের আয়ান মঞ্জুর বড়ভূইয়া কে রবিবার এক শোকাকূল পরিস্থিতিতে শোষ বিদায় জানানো হয়েছে।এদিন সকাল দশটার সময় আয়ানে বাবা মঞ্জুর আহমেদ বড়ভূইয়ার কাজিডহর এর মূল বাড়িতে অজস্র মানুষের উপস্থিতিতে জানাজার নামাজের মাধ্যমে শেষ বিদায় জানানো হয়।এদিন জানাজার নামাজ পাঠ করান কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া।এদিন জানা জার নামাজের আগে উপস্থিত সোনাই এর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর তাঁর বক্তব্য রাখেতে গিয়ে জানান,আজ আমরা এখানে এমন এক নিষ্পাপ ও মাএ আট বছরে পা দেওয়া শিশুর জানাজায় সামিল হয়েছি।য়ে শিশুর জমি বিবাদ বা কোন ধরনের বিবাদে তার সম্পর্ক ছিল না। তিনি আরও প্রকাশ্য দিবালোকে শনিবার য়ে নৃশংসভাবে হত্যাকান্ড ঘটেছে সেটা মেনে নেওয়া য়ায় না। তিনি আরও এঘটনা ঘোটা সভ্য সমাজকে নাড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান নিজেকে তিনি এঘটনা পর ক্ষমা করতে পারছেন না।এর কারণ হিসেবে তিনি জানান নৃশংসভাবে হত্যা হওয়া আয়ান মঞ্জুর বড়ভূইয়া এর পিতা মঞ্জুর আহমেদ বড়ভূইয়া গত দিন কয়েক আগে তাঁর কাছে গিয়ে ওই জমি বিবাদ নিয়ে নিজের পরিবার ও নিজের প্রাণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এমনকি মঞ্জুর আহমেদ তাঁকে ( আমিনুল) কে জানিয়েছেন কতিপয় মানুষ তার বসতবাড়ি গুলি হাঁপিস করতে নানা ধরনের মামলায় ফাঁসানো সহ তাঁকে পৃথিবীতে সরিয়ে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি ভূ-মাফিয়া সাজিয়ে পুলিশ দিয়ে একাউন্টার করানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব থেকে মঞ্জুর আহমেদ নিজেকে রাক্ষা করতে আবেদন জানান। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন।আমিনুল হক এদিন জানান,জমি বিবাদ নিয়ে য়ে এভাবেই একটা নৃশংসভাবে হত্যা কান্ড ঘটে যাবে তিনি কল্পনাও করতে পারেননি। তিনি শনিবার প্রকাশ্য দিবালোকে য়েভাবে একটা জমি বিবাদ কে কেন্দ্র করে একটা কচি বাচ্চা ছেলেকে কুপিয়ে খুন করা হল সেটা মেনে নেওয়া য়ায় না। প্রাক্তন বিধায়ক আমিনুল হক ওই হত্যাকান্ডের ঘটনা কে গোটা সভ্য সমাজের মধ্যে এক কলঙ্ক বলে জানান। তিনি শনিবার য়ে ঘটনা ঘটেছে সোটা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। তিনি আর গত বছর কয়েক আগে বাখরশাবাড়ি মোকামের পাশে এভাবে এক ঘটনা ঘটেছিল।গত বছর কাজিডহরে এভাবেই দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল। তবে শিলচর এর ঘটনা টা প্রকাশ্য দিবালোকে মা বাবা চোখের সামনে থেকে নিয়ে একটা অবুঝ শিশু কে কুপিয়ে হত্যা করার মত ঘটনা। এভাবে আদিম সমাজের লোকেরাও এতটা নৃশংস হতে পারতো কিনা বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আমিনুল হক লস্কর ওই জনগন্যতম ঘটনার মূল অভিযুক্ত ঘাতক অপু মজুমদার কে য়েহুতু পুলিশ ঘটনার পর পাকড়াও করতে পেয়েছে। তাই ঘাতক অপু মজুমদার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ফাস্টট্রাক কোর্ট বিচার পক্রিয়াতে সেরে নিষ্পাপ শিশু হত্যাকারীর ফাঁসির সাজা দেওয়ার দাবি তুলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। একইভাবে এদিন আয়ান মঞ্জুর বড়ভূইয়া জানাজায় উপস্থিত বিশাল জনতার মধ্যে থেকে ঘাতক অপু মজুমদার এর ফাঁসির সাজা দেওয়ার দাবি তুলেন। পাশাপাশি এঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে এদেরও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেন বিশাল জনজায় সামিল জনতা। এদিন প্রাক্তন বিধায়ক আমিনুল ছাড়াও এদিন বক্তব্য রাখতে গিয়ে মওলানা হোসেন আহমেদ মজুমদার প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে প্রকাশ্য দিবালোকে এক নিষ্পাপ শিশুকে কুপিয়ে হত্যা করার ঘটনার জড়িত ব্যাক্তি ও ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেন। এদিকে এদিন জানাজার নামাজের আগে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে কাঠি গড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান বড়ভূইয়া জানান শনিবার প্রকাশ্য দিবালোকে য়ে নৃশংস হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। সেটা গোটা সমাজের জন্য এক কলঙ্ক । এঘটনার সঙ্গে জড়িত অপু মজুমদার ও তার পিছনে তাকা সবাইকে সনাক্তকরণ করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূঁইয়া।শনিবার শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে খুন হওয়া বছর আটের আয়ান মঞ্জুর বড়ভূইয়া কাজিডহর এর বাড়িতে রবিবার গিয়ে শোকসন্তপ্ত পরিবার কে সমবেদনা জানিয়েছেন এ,আই,ইউ,ডি,এফ কাছাড় জেলা কমিটির সভাপতি সামিনুল হক লস্কর, বেরেঙ্গা জিপির প্রাক্তন সভাপতি আজাদ মজুমদার, প্রাক্তন এপি সদস্য আয়ুব উদ্দিন লস্কর, রেডিয়েন্ট মডেল এইচ,এস স্কুলের এম,ডি কমরুল ইসলাম মজুমদার,আনসারুল্লাহ হক লস্কর, কাজিডহর জিপি সভানেত্রীর প্রতিনিধি টুলটুল বড়ভূইয়া প্রমুখ।