ত্রিযামা
পাকীজা মঞ্জরী চৌধুরী
সোনাঝুরির ফাঁকে ফাঁকে জোনাকিদের মেলা,
রাঙামাটির দেশে এসে পৌঁছেছি এই বেলা।
রাত্রি গহন আকাশ-গাঙে আধখানা চাঁদ ভাসে,
রূপসাগরের পানসি যেন চলছে নিরুদ্দেশে।
অন্ধকারের আঁচলতলে কুঁড়ির আয়োজন,
নরম ভোরে কুসুম হয়ে সাজিয়ে দেবে বন।
বিশ্ব এখন নিদ্রামগন চলছি আমি একা,
পথ দেখিয়ে চলছে সাথে আধখানা চাঁদ বাঁকা।