অনলাইন ডেস্ক : হোলির আনন্দের মধ্যে শোকাবহ ঘটনা করিমগঞ্জ জেলা সদরে । রং খেলা শেষে নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু এক যুবকের । মৃত যুবকের নাম অরিজিৎ ভট্টাচার্য (১৭) । শহরের স্টিমারঘাট রোডের তারা ভূষণ পাল লেনে তার বাড়ি । এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে । ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার হোলির আনন্দে বন্ধুদের সঙ্গে সামিল হয় হারান ভট্টাচার্যের ছেলে অরিজিৎ । দুপুর ২ টা নাগাদ আবির খেলা শেষ করে কুশিয়ারা নদীতে স্নান করতে গিয়েছিল । নদীতে জল কম থাকায় সে বেশ কিছু জায়গা নিচে গিয়ে স্নান করতে শুরু করে । কিন্তু আচমকা পা পিছলে নদীর জলে পড়ে যায় । আশপাশে থাকা অন্য দু একজন মানুষ সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেও মুহূর্তে তলিয়ে যায় যুবক । সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দেওয়া হয় । নদীতে তল্লাশি অভিযানে নামে এস ডি আর এফ বাহিনী । প্রায় দু ঘণ্টা তল্লাশি চালানোর পর তাকে উদ্ধার করা হয় । নিয়ে আসা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে । কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় সমগ্র অঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।