অনলাইন ডেস্ক : দেশের পর এবার বিদেশেও। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখে এবারও শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা। সেইসঙ্গে রাজীব গান্ধীর ছেলে এটাও বললেন,আক্রমণের মুখে রয়েছে দেশের গণতন্ত্র।
লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, “বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাদের ফোনে পেগাসাস রয়েছে। আমার নিজের ফোনেও পেগাসাস ছিল। আমাকে গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হয়, দয়া করে আপনি ফোনে যা বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন, কারণ আমরা সব রেকর্ড করছি।” রাহুলের মতে, ভারতীয় গণতন্ত্র আক্রমণের মুখে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর বক্তৃতার ভিডিও-র ইউটিউব লিঙ্ক শেয়ার করেছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রাক্তন উপদেষ্টা স্যাম পিত্রোদা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার বলেছেন, ক্রমাগত চাপ রয়েছে, যা আমরা অনুভব করি। বিরোধীদের বিরুদ্ধে মামলা হয়। ফৌজদারি মামলার অধীনে থাকা উচিত নয়, তা সত্ত্বেও আমার বিরুদ্ধে অনেকগুলি ফৌজদারি মামলা হয়েছে। রাহুল আরও বলেছেন, বিরোধী দল হিসেবে, যখন সংবাদ মাধ্যম এবং গণতান্ত্রিক স্থাপত্যের উপর এই ধরণের আক্রমণ করা হয় তখন মানুষের সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন।