অনলাইন ডেস্ক : কিছুটা পরিবর্তন করা হলো সেনাবাহিনীর নিযুক্তি প্রক্রিয়ায়। এবার আর সরাসরি রেলি নয়, এর আগে প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করে প্রবেশিকা পরীক্ষায়
অবতীর্ণ হতে হবে। প্রবেশিকা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ডাকা হবে রেলিতে।
সোমবার শিলচরে সেনাবাহিনীর নিযুক্তি কার্যালয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় নিয়োগ সঞ্চালক কর্নেল রাহুল শর্মা একথা জানিয়ে বলেন, বিগত দিনে দেখা গেছে সরাসরি প্রার্থীদের রেলিতে ডাকা হলে খুব বেশি ভিড় হয়ে যায়। যা সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে অনেক সময়ই।তাই রেলিতে ভিড় এড়াতে এই নতুন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন করে প্রবেশিকা পরীক্ষার পর “কাট অব মার্কস”-নির্ধারন করে ডাকা হবে রেলিতে। এর পরের নিযুক্তি প্রক্রিয়া অবশ্য যথারিতী বহাল থাকছে আগের মতোই। অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে তিনি জানান, এই প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি থেকে চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা জানা যাবে সেনা নিয়োগ কর্তৃপক্ষের ওয়েবসাইটে, ব্যাপারটা প্রার্থীদের বুঝিয়ে বলার জন্য রয়েছে ভিডিও। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রার্থীদের ফি দিতে হবে ২৫০ টাকা। রেজিস্ট্রেশন করার পর এডমিট কার্ড জেনারেট হওয়ার পাশাপাশি প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
কর্নেল শর্মা জানান, সেনাবাহিনীতে বিভিন্ন ক্যাটাগরিতে নিযুক্তির জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যাদের কারিগরি শিক্ষা থাকবে তারা বিশেষ সুবিধা হিসেবে পাবেন বোনাস নম্বর। এছাড়া রাজ্য বা এর উপরের স্তরের খেলোয়াড়দের জন্যও রয়েছে বোনাস নম্বরের এর ব্যবস্থা।