অনলাইন ডেস্ক : বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কাছাড়ে বের করা হলো প্রচার রথ। বৃহস্পতিবার জেলা সদর শিলচরে জেলাশাসকের কার্যালয়ে থেকে যাত্রা শুরু হয় এই রথের। “ফ্ল্যাগ অফ”-এর মাধ্যমে বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচির অধীনে সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে বের করা রথের আনুষ্ঠানিক যাত্রারম্ভ করেন জেলাশাসক রোহণ কুমার ঝা ও পুলিশ সুপার নূমল মাহাতো। এদিন জেলাশাসকের কার্যালয় থেকে যাত্রারম্ভের পর রথ যায় গান্ধীবাগ পর্যন্ত, সঙ্গে ছিল মিছিলও। গান ও কথার মাধ্যমে রথ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হয়। জেলাশাসক জানান, জেলার প্রতিটি ব্লকে এভাবে প্রচার চালাবে রথ। তিনি আরও জানান, জেলায় বাল্যবিবাহ প্রবন এলাকাগুলোতে সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে পর্যায়ক্রমে। তবে গোটা জেলা জুড়ে যেহেতু এভাবে সভার আয়োজন করা সম্ভব নয়, তাই রথ বের করে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার।