অনলাইন ডেস্ক : স্কুলের কচিকাঁচা শিশুদের সঙ্গে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিপাকে পড়লেন এক প্রধান শিক্ষক৷ অবোঝ শিশুদের দিয়ে কড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখার দায়ে অবশেষে গ্রেফতার হতে হল হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির চিপরসাঙ্গন জে বি এমই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মতিন লস্করকে। তার স্কুলের একছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে ছাত্র ছাত্রীদের সঙ্গে এই আন্দোলনে সামিল হয়েছিলেন শিক্ষক আব্দুল মতিন। গত মঙ্গলবার হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকায় সংগঠিত হয় এক চাঞ্চল্যকর ঘটনা। এখানকার চিপরসাঙ্গন জেবি এম ই মাদ্রাসার এক ছাত্রী প্রতিদিনের মতো ঘর থেকে বেরিয়ে একটি অটো করে স্কুলে আসার পথে ছিল। স্কুলের সামনে আসার পর অটো চালক সেখানে গাড়ি না থামিয়ে সামনের দিকে এগোতে থাকে। স্কুল থেকে কিছুদূর যাওয়ার পর অবস্থা বেগতিক বুঝতে পেরে চলন্ত অটো থেকে জাতীয় সড়কে ঝাঁপ দিয়ে পড়ে সেই স্কুল ছাত্রী। এতে মারাত্মকভাবে আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলগাপুর হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ছাত্রীটিকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ জড়ো হন স্কুলের সম্মুখে। বক্রিহাওর এলাকা থেকে অটো চালক সহ অন্য এক কিশোরকে স্থানীয় মানুষ ধরে এনে স্কুলে আটকে রেখে পুলিশকে খবর দেন। এর পর শুরু হয় এক হুলুস্থুল পরিস্থিতি। সহপাঠীর উপর এই অন্যায়ের সুবিচার সহ জেলা শাসক ঘটনাস্থলে ছুটে আসার দাবিতে জাতীয় সড়কে অবরোধ করেন চিপরসাঙ্গন জে বি এমই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা। এরই মধ্যে আলগাপুর পুলিশ স্কুলে আটক দুই কিশোরকে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের থানায় নিয়ে সঠিক তদন্তের আশ্বাস দিলেও ছাত্র ছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন হাইলাকান্দি পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী, আলগাপুরের চক্র আধিকারিক আব্বাস মির্জা। তারা এসে অবরোধকারী পড়ুয়াদের দেখে স্কুলের প্রধান শিক্ষকের উপর চটে লাল হয়ে যান। দস্তুরমত পুলিশের রোষানলে পড়েন স্কুলের প্রধান শিক্ষক। ডিএসপি, সার্কেল অফিসার এবং ওসির প্রচেষ্টায় পড়ুয়ারা সড়ক থেকে সরে স্কুলে চলে গেলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের উস্কানি দিয়ে জাতীয় সড়কে তুলে সড়ক অবরোধ করার অভিযোগে পুলিশের প্রশাসনের রোষানলে পড়তে হয় চিপরসাঙ্গন জে বি এমই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আব্দুল মতিন লস্করকে । জেলা প্রশাসন ও পুলিশের তরফে সরাসরি প্রধান শিক্ষককে সড়ক অবরোধের জন্য দায়ি করে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হয়। বুধবার সকালে প্রধান শিক্ষক আব্দুল মতিন লস্করকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে অবশ্য তাকে পিআর বণ্ডে মুক্ত করে দেওয়া হয়। এদিকে শিক্ষক আব্দুল মতিন লস্কর এবিষয়ে স্পষ্টিকরন দিয়ে বলেন, অটো চালকদের যখন গ্রাম থেকে ধরে স্কুলে নিয়ে আসা হয়েছিল তখন খবর পেয়ে মানুষ স্কুলে এসে জড়ো হন। এর পর সৃষ্টি হয় এক হুলুস্থুল পরিস্থিতি। এই মুহুর্তে হটাৎ করে ছাত্র ছাত্রীরা স্কুলে থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। তিনি আরও বলেন, যে বারবার চেষ্টা করেও ছাত্র ছাত্রীদের সড়ক থেকে ফিরিয়ে আনা সম্ভবপর হয়নি। এক সময় তিনিও ক্ষোভের মুখে পড়েন বলে জানান প্রধান শিক্ষক আব্দুল মতিন।