অনলাইন ডেস্ক : কনসার্ট চলাকালীন আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী সোনু নিগম ও তাঁর সঙ্গীরা। অনুষ্ঠান চলাকালীন সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তাঁর বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। সোনু নিগম জানিয়েছেন, “কনসার্টের পর আমি স্টেজ থেকে যখন নামছি, এমন সময় স্বপ্নিল প্রকাশ ফাতারপেকার আমাকে জড়িয়ে ধরে। তখন আমাকে বাঁচাতে আসা হরি ও রব্বানিকে ধাক্কা দেয় সে। তারপর আমি সিঁড়িতে পড়ে যাই।” সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। অনুষ্ঠান চলাকালীন বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও। অভিযোগ, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। ডিএসপি (জোন ৬) হেমরাজসিং রাজপূত বলেছেন, “লাইভ কনসার্টের পর সোনু নিগম মঞ্চ থেকে নামছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরে। আপত্তি করায় তিনি সোনু নিগম এবং তাঁর সঙ্গে থাকা দু’জনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেই দু’জনের মধ্যে একজন আহত হন। অভিযুক্তের নাম স্বপ্নিল ফাতারপেকার। পরে স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এফআইআর-এ একটিই নাম রয়েছে।”