অনলাইন ডেস্ক : ভোটের পর ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও)-এর পৃথক রাজ্যের দাবি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার ইতিমধ্যে নাগা রাজনৈতিক সমস্যার সমাধান নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার নাগাল্যান্ডের তুয়েনসাং জেলা সদর শহরে আয়োজিত নির্বাচনী সমাবেশে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল দুদিনের নির্বাচনী সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। গতকাল তিনি মন জেলা সদর শহরে নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছিলেন। আজ তুয়েনসাঙে বিশাল নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, ইএনপিও একটি পৃথক রাজ্যের দাবি করছে। তাঁদের যুক্তি ‘ইস্টার্ন নাগাল্যান্ড’ প্রশাসনিক এবং রাজনৈতিক অবহেলার দরুন উন্নয়ন সূচকে বাকি রাজ্যের পিছনে রয়েছে। তিনি বলেন, ইএনপিও-র দাবির যুক্তি আছে। বিজেপি সরকার শীঘ্রই নাগা রাজনৈতিক সমস্যার সমাধান করবে। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার তা বাস্তবায়ন করতে অক্লান্তভাবে কাজ করছে। তিনি বলেন, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, উপ-মুখ্যমন্ত্রী ওয়াই প্যাটন এবং নাগাল্যান্ড প্ৰদেশ বিজেপি সভাপতি তেমজেন ইমনা আলং সাক্ষী, কয়েক দশকের পুরনো সমস্যা সমাধানের জন্য কেন্দ্র অনেক প্রচেষ্টা করছে। তবে বিধানসভা নির্বাচনের পর ‘ইস্টার্ন নাগাল্যান্ড’-এর দাবি পূরণ করবে নতুন সরকার। এরই পরিপ্রেক্ষিতে ভোটারদের বিজেপি এবং এনডিপিপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ আরও বলেন, এই নির্বাচনে বিজেপি অন্যান্য দলের প্রার্থীদের সমর্থন করছে বলে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে। তাঁদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা অপপ্রচার, এর কোনও সত্যতা নেই। বিজেপি সরকারের প্রশংসা করে বলেন, ২০১৫ সাল থেকে নাগাল্যান্ডে মোট ৫৩টি বড় পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সম্পর্কে মন্তব্য করে শাহ বলেন, এই প্রকল্পের অধীনে মোট ৫৫ হাজার মানুষকে বিনামূল্যে বাড়ি দেওয়া হয়েছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলে মোদী সরকারের গৃহীত পদক্ষেপের খতিয়ান তুলে ধরে অমিত শাহ বলেন, এই অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে ৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মোদী সরকার ২০২২-২৩ অৰ্থবৰ্ষে নাগাল্যান্ডে ৪,৮০০ কোটি টাকা রিলিজ করেছে। অথচ ২০০৯-২০১০ সালে কংগ্রেস সরকার বরাদ্দ করেছিল মাত্র ১,৩০০ কোটি টাকা। তিনি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যা নাগাল্যান্ডের ১৪ লক্ষ পরিবারকে বিনামূল্যে চাল সরবরাহ করেছে এবং জল জীবন মিশনের উদাহরণ তুলে ধরে বলেন, এর দ্বারা রাজ্যের ২.৮০ লক্ষ পরিবার উপকৃত হয়েছে। তিনি আয়ুষ্মান ভারত কর্মসূচির বলে নাগাল্যান্ডের ৩ লক্ষ মানুষকে স্বাস্থ্য বিমায় অন্তর্ভুক্ত করেছে বলে জানান। রাজ্যের ভোটারদের স্মরণ করিয়ে অমিত শাহ বলেন, নাগাল্যান্ডের জন্য বাজেট চারগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০ বারের বেশি উত্তর-পূর্বাঞ্চল সফর করেছেন। এটা সম্ভব হয়েছে কেবল মাত্র মোদী বলে। এর আগে কোন প্রধানমন্ত্রী কতবার উত্তরপূর্ব সফর করেছেন, জনতার কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে আসার পর নাগা মহিলারা যে সম্মান তাঁকে প্রদর্শন করেছেন, তাতে তিনি তাঁদের কাছে ঋণী এবং এর জন্য তিনি নাগাল্যান্ডের সকল মহিলার প্রশংসা করে তাঁদের প্রতি তাঁর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়েছেন শাহ। নাগাল্যান্ডের রাজ্যসভার সাংসদ হিসেবে একজন মহিলাকে নির্বাচিত করার জন্য অমিত শাহ রাজ্যের জনতার পাশাপাশি সার্বিকভাবে মহিলাদের কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে তিনি নাগা সংস্কৃতি এবং ঐতিহ্যকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। দেশের জন্য নাগাদের আত্মত্যাগ কখনও ভোলা যাবে না। নাগাল্যান্ডে, বিশেষ করে পূর্ব নাগাল্যান্ড, যা আগে নেফা (নর্থইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি) নামে পরিচিত ছিল, সেখানে শান্তি ও উন্নয়নমূলক কাজ শুরু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন অমিত শাহ। আজকের সমাবেশে শাহ উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতি সম্পর্কে তথ্য দিতে গিয়ে জানান, ৭০ শতাংশ উগ্ৰপন্থী সমস্যা সমাধান করা হয়েছে। সাত জেলা এবং ১৫টি থানা এলাকা থেকে ৬০ শতাংশ আফসপা [সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা)] প্ৰত্যাহার করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে কংগ্রেস প্রান্তিক রাজ্য বলে যে তুচ্ছ-তাচ্ছিল্য অবহেলা করত, সে সম্পর্কেও ওই দলকে তুলোধোনা করছেন তিনি। তিনি বলেন, ২০২৪ সালে কংগ্রেস দলকে দূরবিন দিয়েও দেশের কোথাও খুঁজে পাওয়া যাবে না।