অনলাইন ডেস্ক : ‘আনন্দ মেলা’র নামে চলছে রমরমা জুয়ার আড্ডা। অসমের অন্যতম পাহাড়ি জেলার ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে চলছে ‘আনন্দ মেলা’। আর এই মেলাতেই চলছে অবাধে জুয়ার আসর। মেলা চত্বরের চতুর্পার্শ্বে চলছে ঝান্ডি-মুন্ডা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুয়ার আসর। লোকচক্ষুর সামনে এত সব ঘটলেও রহস্যজনকভাবে নজরে পড়ছে না জেলার সাধারণ বা পুলিশ প্রশাসনের। জুয়ার আসরকে বন্ধ করতে জেলার সাধারণ বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধ উঠছে নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগজেলার সাধারণ বা পুলিশ প্রশাসনের। এ জন্য সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। সমগ্র রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পাহাড়ি এই জেলার বিভিন্ন বিদ্যালয়েও চলছে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা। এ সময় কীভাবে জেলা প্রশাসন মেলা চালানোর অনুমতি দিয়েছে, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে মেলায় এভাবে জুয়ার আড্ডা বসায় অনেকেই টাকা-পয়সা খোয়াচ্ছেন। এ সব জুয়ার ঠেকে ১০০ টাকায় এক হাজার টাকা, ৫০০ টাকায় পাঁচ হাজার টাকা মিলবে, এমন লোভনীয় প্রস্তাবে শহরের অধিকাংশ যুবক এই জুয়ার আড্ডায় এসে সর্বস্বান্ত হয়ে বাড়ি ফিরছে। তাই আনন্দ মেলার নামে জুয়ার আড্ডা বন্ধ করতে সচেতন মহল থেকে জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।