অনলাইন ডেস্ক : বদরপুর বিধানসভা এলাকায় এবারের পঞ্চায়েত ভোটে প্রত্যেক গ্রুপে প্রার্থী দেবে অসম গণ পরিষদ।অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার জনগণের স্বার্থে নিরলস কাজ করে গেলেও বদরপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।অগপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তথা আইনজীবী দাইয়ান হোসেন রবিবার বদরপুরে এক সাংবাদিক সম্মেলনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির বিষয় তুলে ধরেন দাইয়ান। তিনি জানান, বিগতদিনে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তারা উন্নয়নের জন্য কিছুই করেননি।এদের মধ্যে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন।তাই উপযুক্ত নেতৃত্বের অভাবে আজ বদরপুর অনেক পেছনে পড়ে রয়েছে।বদরপুর বিধানসভা এলাকার ফোরটিন ফাইনান্স ও ফিফটিন ফাইনান্স থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে অবাধ দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে।এসবের আজ পর্যন্ত সঠিক তদন্ত হয়নি।এদিন সাংবাদিক সম্মেলনে দাইয়ান তিনটি ঘোষণা করেন।তিনি বদরপুরবাসীকে গ্রামোন্নয়নের ক্ষেত্রে কোনও দুনীতি পরিলক্ষিত হলে এই নন্বরে ৬০০২৫৮১৯৬৮ যোগাযোগ করে অভিযোগ জানানোর আহ্বান করেন।তিনি জানান,আগামী ২৫ ফেব্রুয়ারি পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে মহাকল জিপিতে একটি সভা অনুষ্ঠিত হবে।দলের বদরপুর বিধান পরিষদ কমিটির সভাপতি মাশুক আহমদ দলের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,মাত্র কয়েকদিন আগে বদরপুরের দলের একনিষ্ঠ কর্মী বশির আহমদ সদিয়লের মৃত্যুতে তারা শোকস্তব্ধ। এছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শহিদুল আলম চৌধুরী,সিরাজুল হক চৌধুরী,জয়প্রকাশ তিওয়ারি,ফকর উদ্দিন পাটিকর,গোলাম রহমানি চৌধুরী প্রমুখের মৃত্যুতে এক সময় বরাক থেকে অগপ প্রায় শেষ হওয়ার পথে চলে গিয়েছিল। এক বছর আগে আইনজীবী দাইয়ান দলে যোগদানের পরে বদরপুরে দল শক্তিশালী হতে শুরু করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরপুর বিধান পরিষদ কমিটির সম্পাদক ইউসুফুর রহমান,করিমগঞ্জ জেলা মহিলা পরিষদের সভানেত্রী অর্চনা দত্ত,বদরপুর পুরসভার ওয়ার্ড কমিশনার মাদব রায় কর্মকার, রাজেশ মজুমদার,গফফার তালুকদার,বদরুল ইসলাম,মসরুল ইসলাম,প্রণবেশ চক্রবর্তী প্রমুখ।