অনলাইন ডেস্ক : হাইলাকান্দি জেলায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল লাইব্রেরী স্থাপন করা হবে। মঙ্গলবার হাইলাকান্দিতে ফেব্রুয়ারি মাসের জেলা উন্নয়ন কমিটির এক বৈঠকে পৌরোহিত্য করে জেলা শাসক নিসর্গ হিবরে একথা জানান। জেলার যে ৮৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পানীয় জল পৌঁছেনি অথবা পানীয় জলের গুণগতমান ভালো নয় সেগুলিতে অবিলম্বে পানীয় জল পৌঁছে দিতে পিএইচইকে নির্দেশ দেন জেলা শাসক। পাশাপাশি যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনো বৈদ্যুতিকরণ করা হয়নি তাতে আগামী ৫ মার্চের মধ্যে বৈদ্যুতিকরণ করতে নির্দেশ দেন জেলা শাসক। এছাড়া যে ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস টয়লেট এবং যে ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ টয়লেট এখনো অকেজ হয়ে রয়েছে, সেগুলোও অবিলম্বে মেরামতি অথবা চালু করার নির্দেশ দেন জেলা শাসক হিবরে। পিএইচই বিভাগ থেকে সভায় জানানো হয়, চলতি ফেব্রুয়ারি মাসে জেলায় ১৯ টি পানীয় জল প্রকল্পের পরিচালনার দায়িত্বভার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এর নির্মীয়মান পাঁচটি ইউনিটের মধ্যে চারটি উন্নয়ন পন্ডের চারটি ইউনিটের নির্মাণকাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে বলে পিএইচই বিভাগ থেকে সভায় জানানো হয়। কৃষি বিভাগ থেকে সভায় জানানো হয় যে জেলায় ৪ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য হলেও এখন পর্যন্ত ৫ ৯৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী কিষানের জন্য জেলায় ৭৩ হাজার ১৯৭ জন উপকৃত হচ্ছেন বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়। সমাজকল্যাণ বিভাগের প্রধানমন্ত্রী মাতৃবিকাশ যোজনায় ২১ হাজার ২৮২ জন উপকৃত হচ্ছেন বলে সভায় জানানো হয়। জলসেচ বিভাগ থেকে জানানো হয় যে কাটলীছড়া ও জসনাবাদ এলাকায় দুটি সেচ প্রকল্প রূপায়ণ হওয়ায় ওই এলাকার ২০০ হেক্টর জমি সেচের আওতায় আনা সম্ভব হয়েছে । বিভাগ থেকে জানানো হয় যে আরো ২৪টি লিফট ইরিগেশন প্রকল্পের প্রস্তাব উপর মহলে পাঠানো হয়েছে। জেলাশাসক এই প্রস্তাবগুলির বিস্তারিত প্রশাসনের কাছে দাখিল করতে নির্দেশ দেন। ওজন ও পরিমাপ বিভাগ থেকে জানানো হয়েছে যে বিভাগ থেকে ৫ লক্ষ ৮৯ হাজার টাকা জরিমানা আদায় সম্ভব হয়েছে জেলায় এবং চারটি মামলা কোর্টে আদালতে প্রেরণ করা হয়েছে। বিবিসি এলডার ফারহীন সহ জেলার শীর্ষ কর্মকর্তারা সভায় অংশ নেন।