অনলাইন ডেস্ক : এবারের কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। পার্বত্য এবং সীমান্ত এলাকায় রেল সম্প্রসারণের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি ২০২৩-২৪ সালের রেল বাজেট নিয়ে উত্তর পূর্বের সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে একথা জানান।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য মোট বাজেট বরাদ্দ হয়েছে ১০ হাজার ৯৮৮ দশমিক ৮০ কোটি টাকা। এটি গত বছরের বরাদ্দের তুলনায় ১৩ দশমিক ৭৫ শতাংশ বেশি। উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য বরাদ্দ হয়েছে ১০ হাজার ২৬৯ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৩০০ কোটি টাকা বেশি। এ বছরের বাজেটে নতুন লাইন এবং দ্বৈত প্রকল্প, ট্রেক পুনর্নবীকরণ কাজ,ট্রাফিক সুবিধা, সড়ক সুরক্ষা কাজ, সেতুর কাজ, সিগনালিং, ওয়ার্কশপ আধুনীকরণ এবং যাত্রী সুবিধা সহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ৬ হাজার ৫৯১ কোটি টাকা নতুন লাইনের জন্য এবং ১৩৬৪ কোটি টাকা রেললাইন ডাবল করার জন্য বরাদ্দ করা হয়েছে। রেলমন্ত্রী আরও জানান, বর্তমানে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ৭৫ হাজার ৭৯৫ কোটি টাকার রেলওয়ে পরিকাঠামো প্রকল্পের কাজ চলছে।
রেলমন্ত্রী বৈষ্ণব আরও বলেন, বর্তমানে নির্মিয়মান কাজ দ্রুত সম্পাদনের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। ডিমাপুর-কোহিমা নতুন লাইন প্রকল্পের জন্য প্রায় ১১০০ কোটি টাকা, জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্প বাস্তবায়নের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের রাজধানী সংযোগী প্রকল্প যেমন- সিকিমে সিভোক-রংপো নতুন লাইন প্রকল্পের জন্য ২৩৫০ কোটি টাকা, মিজোরামে ভৈরবী-সাইরেং নতুন লাইন প্রকল্পের জন্য ৯১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যান্য নতুন প্রকল্পের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সংযোগ আগরতলা-আখাউড়া প্রকল্পের জন্য ২০০ কোটি এবং প্রায় ৭০০ কোটি টাকা আরারিয়া- গলগলিয়া প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।
এদিকে চলমান ট্রেক দ্বৈতকরণ কাজ দ্রুত সম্পাদনের জন্য নিউ বঙ্গাইগাও-রঙ্গিয়া-কামাখ্যার জন্য ৬০০ কোটি টাকা এবং নিউ বঙ্গাইগাও-গোয়ালপাড়া-কামাখ্যার জন্য আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেলমন্ত্রী সাংবাদিকদের জানান, উত্তর পূর্বে ৫৯টি স্টেশনকে বিশ্বমানের সুযোগ সুবিধা সহ বিকশিত করা হবে। যাত্রীদের আরও রাইডিং অভিজ্ঞতা এবং আরামদায়ক যাত্রার জন্য ৩১০টি পুরনো ট্রেনের কোচকে এলএইচবি কোচে রূপান্তর করা হবে। গত বছর অসমে ৪৪৫ কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সমস্ত ডিভিশনের ১৫টি করে স্টেশন আরও উন্নত করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা ও মুখ্য কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।