অনলাইন ডেস্ক : বাংলাদেশে বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ। এখনও পর্যন্ত দেশটির ২৮ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্রমশ নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ২৮ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য ইতিমধ্যে মহাখালীর কোভিড হাসপাতালের শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের তরফে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, শুধু জানুয়ারি মাসে ৫ জনের মৃত্যু হয়েছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে। সেই বৈঠকে তিনি জানান, বাংলাদেশে নিপা ভাইরাসে ৮ জন আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেছিলেন, ‘আমাদের কাছে ৮ জন রোগী এসেছেন। এদের মধ্যে ৫ জন মারা গেছে। এ ভাইরাসে ৭০ শতাংশ মারা যায়। কাচা রস ও পাখিদের খাওয়া ফল খেলে এ রোগ হয়। বাদুড় এ ভাইরাস বহন করে। বাদুড়ের পান করা খেজুরের রস যদি কোনও ব্যক্তি পান করেন তাহলে তিনি এ ভাইরাসে আক্রান্ত হবেন। অসুস্থ মানুষের সংস্পর্শে গেলেও দ্রুত এ ভাইরাস ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।’
প্রসঙ্গত, আইইডিসিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০০১ সালে প্রথম প্রথম নিপা ভাইরাস পাওয়া যায় মেহেরপুরে। এরপর ২০০৩ সালে পাওয়া যায় নওগাঁয়। তবে নিপা ভাইরাস বাংলাদেশে সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছিল ২০০৪ সালে। সে বছর ফরিদপুর জেলায় ৩৫ জন আক্রান্ত হন, আক্রান্তদের মধ্যে মারা যায় ২৭ জন।