অনলাইন ডেস্ক : আলাদা, আলাদা নয়। এবার একসঙ্গেই ইন্ডোর গেমসের আয়োজন করছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। আগামী ১০-১২ ফেব্রুয়ারী একযোগে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং ক্যারম। প্রত্যেক ইভেন্টের রয়েছে আলাদা আলাদা স্পনসর। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ডিএসএ কর্মকর্তা এবং স্পনসররা।
রণজিৎ দে স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রয়েছে অনুর্ধ ১১,১৩,১৫,১৭ -র পাশাপাশি মহিলা, পুরুষ সিনিয়র সিঙ্গলস, সিনিয়র ডাবলস এবং ভেটারেন ডাবলস। বয়স ভিত্তিক ইভেন্টে খেলা শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে জন্মের পরিচয়পত্র দেখাতে হবে। ব্যাডমিন্টনের স্পনসর হলেন রাজীব দে এবং তাঁর স্ত্রী রুমা দে। প্রয়াত রণজিৎ দে-র পুত্রবধূ রুমা দে বলেন,’ ডিএসএ কে ধন্যবাদ, এরকম প্রতিযোগিতা আয়োজনের জন্য। এই আসরগুলির মাধ্যমে খেলোয়াড়রা বেশ উপকৃত হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।’ কৃপাময় চন্দ্র রায় স্মৃতি টিটির স্পনসর হলেন কৃষ্ণেন্দু রায় এবং তাঁর ভাই কৃশানু রায়। এই ইভেন্টেও বয়স ভিত্তিকের পাশাপাশি সিনিয়র এবং ভেটারেন ক্যাটাগরি রয়েছে। ড. সত্যেন্দ্র চন্দ্র ভট্টাচার্য স্মৃতি ক্যারম প্রতিযোগিতার প্রত্যেক ইভেন্টেই বিজয়ীদের ট্রফি সহ দেওয়া হবে প্রাইজমানি।
আসরে ব্যাডমিন্টনে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নিতাই পালকে। আর টিটি এবং ক্যারমের দায়িত্ব থাকবে পৃথ্বীশ পালের কাঁধে। আট ফেব্রুয়ারীর ভিতরে নাম নথিভুক্ত করতে হবে। পরেরদিন সূচি লাগানো হবে। প্রত্যেক স্কুল এবং অনুমোদিত ক্লাবে চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও বাইরের কেউ খেলতে চাইলে স্বাগত জানানো হবে বলে জানান ডিএসএ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। অন্যান্যদের পাশাপাশি বক্তব্য রাখেন ডিএসএ সহ সভাপতি মৃদুল মজুমদার, ইন্ডোর সচিব সঞ্জু রায়।