অনলাইন ডেস্ক : কলম, মোবাইলের টিপুনি ছেড়ে ব্যাট, বল – রকমারি রঙিন পোশাকের বাহার। জেলাশাসকের কার্যালয় কিংবা কোনো সংস্থা প্রতিষ্ঠানের কর্ম ছেড়ে আজ কাল আরও কয়েকটা দিন জেলা ক্রীড়া সংস্থার এস এম দেব স্টেডিয়াম দখলে নিয়ে নিল সাংবাদিক, সংবাদ কর্মীরা! অর্থাৎ ঢাকে কাঠি পড়ে গেল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা ( বাকস ) পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টের। মঙ্গলবার উদ্ধোধনী দিনে জয় পেল শিবদূর্গা মিডিয়া প্যান্থারস এবং করিমগঞ্জ মিডিয়া চ্যালেঞ্জর্স।
সাতসকালেই একটা সাজো সাজো রব ডিএসএ জুড়ে। একে দুইয়ে করে আগমন ঘটছিল মিডিয়া কর্মীদের। মাঠজুড়ে দখল নিতে বেশি সময় খরচ হয়নি তাদের। অবশেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাকস মিডিয়া ফেস্টের একাদশতম সংঙ্করণের সূত্রপাত হয়। মিডিয়া কর্মী সোমশিখা মজুমদারের সরস্বতী বন্দনা, পরবর্তীতে ফিট এন্ড ফিমেলের কলা কৌশলীদের নৃত্য প্রদর্শন অনুষ্ঠানে আলাদা একটা ককটেলের সংযোজন ঘটিয়েছিল। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন, শঙ্কর দাস, বাকস-র উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী, রুদ্রনারায়ণ গুপ্ত, কবি সাংবাদিক অতীন দাশ, স্পনসর পূর্বাঞ্চল প্রতিদিনের সহকারী সম্পাদক শবনম আখতার প্রমুখ।
দিনের প্রথম ম্যাচে মলিন শর্মা খবর হিরোজকে ২৯ রানে হারিয়েছে শিবদূর্গা মিডিয়া প্যান্থারস। শিবম দত্তর দুর্দান্ত অলরাউন্ড প্রদর্শনে ম্যাচে জয় ছিনিয়ে নেয় শিবদূর্গা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে শিবদূর্গা মিডিয়া প্যান্থারস। শিবম ২৭ বলে ৭৬ রান করেন। হাঁকান ১০ টি চার এবং ৪ টি ছয়। অধিনায়ক শিবাশিস ভট্টাচাৰ্য ১৪ এবং সুব্রত দাস ১০ রান করেন। অজিত দাস দুউইকেট পান। জবাবে খেলতে নেমে ৪ উইকেটে ১০৪ রান করে মলিন শর্মা খবর হিরোজ। ভাল ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি অভিজিৎ দেব (৩৬) এবং ভোলা নাথ (২৯)। ম্যাচের সেরা শিবম দুই, সুব্রত এবং দেবাশীষ দাস একটি করে উইকেট নেন।
দিনের অপর খেলায় বিষ্ণুপ্রিয়া রায় প্রেস ফাইটারকে ৪২ রানে পরাস্ত করেছে করিমগঞ্জ মিডিয়া চালেঞ্জর্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে বিনা উইকেটে ১৭৫ রান করে করিমগঞ্জের দলটি। মাত্র ৫৮ বলে ১০৮ রানের ঝড়ো শতরান করেন রাহুল দাস। হাঁকান ১৪ টি চার এবং ৪ টি ছয়। সাংবাদিকদের ‘অপেশাদার ‘ খেলায় এরকম ‘পেশাদার ‘ হয়তো মিডিয়া ফেস্টের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি! তাঁর ওপেনিং পার্টনার সৌরভ চক্রবর্তী ৫০ রানে অপরাজিত থাকেন। জবাবে খেলতে নেমে পাঁচ উইকেটে ১৩৩ রান করতে পারে প্রেস ফাইটার। কিছুটা চেষ্টা করেন নীলোৎপল দেব (২০), শুভরাংশু পাল (২৪), মনীভূষণ চৌধুরী (২১)। নবেন্দু মালাকার দু উইকেট পান।