অনলাইন ডেস্ক : রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড়েও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল চূড়ান্ত ভোটার তালিকা। শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন জেলা নির্বাচন আধিকারিক কিষান চরই ত্রিপুরা। নতুন তালিকায় গত বছরের হিসেবে ভোটারের সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৫২০ জন। ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন আধিকারিক যে পরিসংখ্যান তুলে ধরেন সে অনুযায়ী এবার নতুন করে সংযোজন ঘটেছে ১৪৫৬৩ জনের নাম। আর মৃত্যু সহ অন্যান্য কারণে নাম বাদ পড়েছে ১০৪৩ জনের। সংযোজন ও বাদ পড়া ভোটারের সংখ্যা যোগ-বিয়োগ করে এবার সব মিলিয়ে ভোটারের সংখ্যা বেড়েছে ১৩৫২০ জন।
পরিসংখ্যান অনুযায়ী, নতুন ভোটার তালিকায় নাম রয়েছে ১৩ লক্ষ ৩ হাজার ৮৬৫ জনের। এরমধ্যে পুরুষের সংখ্যা ৬ লক্ষ ৫৩ হাজার ১১ জন, মহিলা ৬ লক্ষ ৫০ হাজার ৮৫৪ জন। আর বিধানসভা এলাকাভিত্তিক শিলচরে রয়েছেন সবচেয়ে বেশি ২,৩৭,০৫১ জন ভোটার, আর সবচেয়ে কম ১,৫৩,৯৬৮ জন ভোটার রয়েছেন বড়খলায়। জেলার অন্যান্য বিধানসভা এলাকার মধ্যে সোনাইয়ে রয়েছেন ১,৮৭,০৫৩, ধলাইয়ে ১,৯৪,৫৭০, উধারবন্দে ১,৬৭,৮০৮, লক্ষীপুরে ১,৭০,৭০৫ এবং কাটিগড়ায় ১৯২,৭১০ জন। আর গত বছরের তুলনায় ভোটারের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও সবার আগে রয়েছে শিলচর। শিলচরে সংযোজন হয়েছে ২৬৬৭ জনের নাম,সঙ্গে বাদ পড়েছে ২২২ জনের নাম, সোনাইয়ে সংযোজন হয়েছে ২২৮৮ জন (বাদ পড়েছে ১৫১), ধলাইয়ে সংযোজন ১৯৮৩ (বাদ ৮৫), উধারবন্দে সংষোজন ১৫৬৫ (বাদ ৮৪), লক্ষ্মীপুরে সংযোজন ১৬৭৪ (বাদ ২৪৪), বড়খলায় সংযোজন ১৮৩৯ (বাদ ১৬৫) এবং কাটিগড়ায় সংযোজন হয়েছে ২৫৪৭ জনের নাম, এর বিপরীতে নাম বাদ পড়েছে ৯২ জনের।
উল্লেখজনক ব্যাপার হল, এদিন প্রকাশিত নতুন ভোটার তালিকার পরিসংখ্যান অনুযায়ী শিলচর সোনাই এবং বড়খলায় পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। শিলচরে পুরুষ ১১৫৬৩১, মহিলা ১২১৪২০,সোনাইয়ে পুরুষ ৯৩৩২৮, মহিলা ৯৩৭২৫, উধারবন্দে পুরুষ ৮৩,৬২৪, মহিলা ৮৪,১৮৪। অন্যান্য বিধানসভা এলাকার মধ্যে ধলাইয়ে পুরুষ ভোটার রয়েছেন ৯৮৮৫৫, মহিলা ৯৫৭১৫, লক্ষ্মীপুরে পুরুষ ৮৬১০৭, মহিলা ৮৪৮৯৫, বড়খলায় পুরুষ ৭৭২৪৪, মহিলা ৭৬৭২৪ এবং কাটিগড়ায় পুরুষ ভোটার ৯৮২২২ এবং মহিলা ৯৪,৪৮৮। বয়স ভিত্তিক হিসেবে গোটা জেলায় ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ২৪১০৭, এবং আশি উর্দ্ধের ভোটার রয়েছেন ১৩৯৯৬জন। ভোটার তালিকা প্রকাশের সময় নির্বাচন আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর সাজ্জাদুল হক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের মধ্যে কংগ্রেসের রাজেশ সিনহা, বিজেপির নন্দন চৌধুরী, এআইইউডিএফ-এর সামিনুল হক বড়ভূঁইয়া এবং তৃণমূল কংগ্রেসের রাহুল আমিন।