অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১০০টি চিতা আসতে চলেছে ভারতে! এই নিয়ে সে দেশের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্র। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই ১০০টি চিতার প্রথম ১২টিকে ভারতে আনা হবে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘‘আগামী আট থেকে ১০ বছরের জন্য বছরে ১২টি করে চিতাকে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। চিতাদের জন্য একটি নিরাপদ বাসস্থান তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ তবে এই চিতাগুলিকে দেশে এনে কোথায় রাখা হবে বা কুনো জাতীয় উদ্যানেই রাখা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।